সুমন তরফদার। কলকাতা সারাদিন।
পার্লামেন্টে ওয়াকফ বিল নিয়ে চূড়ান্ত বিরোধিতা করেছিল তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার সাংসদরা। তারপরেও বিজেপি সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে সংসদের উভয় কক্ষে বিল পাস করিয়ে নেয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন বাংলায় ওয়াকফ আইনের বিরোধিতা চলবে। এবার আগামী 16 এপ্রিল এই বিষয়ে আলোচনার জন্য বিশেষ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।
আগামী ১৬ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম। রাজ্যের মৌলবী থেকে ইমামদের সেখানে উপস্থিত থাকার কথা। ওয়াকফ আইন নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে।
এদিকে, রাজ্যের একাধিক জায়গায় ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। আজ, শুক্রবার কলকাতার পার্ক সার্কাস ও এসপ্লানেডে মিছিলে যোগ দেন বহু মানুষ। মুর্শিদাবাদেও দেখা গিয়েছে প্রবল বিক্ষোভের ছবি। শুক্রবারও ফিরহাদ হাকিম বলেন, “বাংলায় আমাদের কোনও সমস্যা নেই। ওয়াকফ বিলের প্রতিবাদ চলবে। এখানে কোনও বিশৃঙ্খলার জায়গা নেই। বাংলা সর্বধর্মের তীর্থস্থান।” তাঁর দাবি, এই বিল দিয়ে কেন্দ্র বিরোধিতা তৈরি করতে চাইছে, বাংলায় তার কোনও কার্যকারিতা নেই। ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, ১৬ এপ্রিল মুখ্যমন্ত্রীর মিটিং-এ ইমামদের সঙ্গে থাকবেন মোয়াজ্জেন সহ বুদ্ধিজীবীরা। এই ওয়াকফ বিল বিষয়ে আলোচনায় বসবেন তাঁরা। লড়াইটা সুপ্রিম কোর্টে লড়তে হবে বলেও উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, ইতিমধ্যেই ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
প্রসঙ্গত, ওয়াকফ বিল পাশের পর থেকেই রাজ্যের নানা প্রান্তে প্রতিবাদে সামিল হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ। ইতিমধ্যেই কলকাতার রামলীলা ময়দানে সভার আয়োজন করেছিল রাজ্যের বেশ কয়েকটি সংখ্যালঘু সংগঠন। সেখানে আবার হাজির ছিলেন রাজ্যের গ্রন্থাহার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীও। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে লাগাতার সুর চড়ান। সাফ বলেন, “কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে আমরা একটা রেজ়োলিউশন লিখেছি। তাতে লেখা রয়েছে, ওয়াকফ আইন আমরা মানব না। পাশাপাশি, এর বিরোধিতায় ১ কোটি সই করে তা মোদীর কাছেও পাঠাব।” যদিও ফিরহাদ বলছেন, “এখানে নয়, এই লড়াইটা সুপ্রিম কোর্টে লড়তে হবে।”
এদিকে ওয়াকফ নিয়ে বিক্ষোভ প্রতিবাদের মাঝেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইন লাগু না করতে প্রস্তাব গ্রহণের আবেদন জানিয়েছেন নওশাদ। একইসঙ্গে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা ও তৃণমূলের সমস্ত বিধায়ক ও সাংসদকে মামলা দায়েরের আবেদন নওশাদের।
মমতাকে চিঠিতে নওশাদ লেখেন, “সংবাদমাধ্যম থেকে জেনেছি আপনি রাজ্যের মুসলমান সমাজকে আশ্বাস দিয়েছেন…ওয়াকফ আইন বাস্তবায়িত হতে দেবেন না। ভালো কথা। সুতরাং আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি যে রাজ্যের মানুষের স্বার্থে অবিলম্বে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে এই মর্মে প্রস্তাব পাস করার উদ্যোগ নিন। এরই সাথে সাথে আপনার দলের যতগুলি বিধায়ক ও সাংসদ রয়েছেন, তাদের প্রত্যেককে আলাদা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার নির্দেশ দিন।”