পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ব্লকের নয়াপুটের দূর্গাপুরে তারা মা-শনি বাবার মন্দিরের বাৎসরিক পূজার্চনা হল।শনিবার বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঘটোত্তনের মধ্যে দিয়ে তিন দিনের বাৎসরিক অনুষ্ঠানের সূচনা হয়।
প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রচুর ভক্ত রাত্রে মন্দিরে ভীড় করেছিলেন।সারা রাত্রি ধরে চলে পূজার্চনা।
দূর্গাপুর ক্লাব আনন্দময়ী সার্বজনীন তারা মা ও শনি বাবা পূজা কমিটির তরফে জানানো হয়েছে আজ রবিবার রাত্রে প্রায় ৩ হাজার মানুষকে বসিয়ে অন্ন ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়েছে।
পরের দিন সোমবার সকালে স্বাস্থ পরীক্ষা-চক্ষু পরীক্ষা-রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।বিকালে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা ও সন্ধ্যায় পুরস্কার বিতরন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।