কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে ফের একবার নজর কাড়ল পূর্ব মেদিনীপুরের খেজুরি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামের পাশেই খেজুরি ১ ব্লকের কৃষ্ণনগর পশ্চিমপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। সেই উত্তেজনার মাঝে তৃণমূল কংগ্রেস একচেটিয়া জয় ছিনিয়ে নিল। সবকটি ৯টি আসনেই জয়লাভ করল ঘাসফুল শিবির।
সকাল থেকেই ভোটগ্রহণ চলছিল কড়া নিরাপত্তার মধ্যে। মোট ভোটার ছিলেন ৫৯৬ জন, তার মধ্যে ৫২৩ জন ভোট দেন। কিন্তু ৩৩টি ভোট বাতিল হয়। গণনার ফলাফলে স্পষ্ট হয়ে যায় – সমস্ত আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীরাই বিজয়ী। গেরুয়া শিবির কার্যত পর্যুদস্ত।
বিজয়ী প্রার্থীদের তালিকা:
বিনয় কুমার শাসমল
কার্তিক জানা
নিখিল কুমার মাইতি
পাঁচুগোপাল হুদাইত
প্রণব কুমার মন্ডল
রতিকান্ত পাল
নীলিমা মান্না
শিবানী মাইতি
রামকৃষ্ণ দলাই
এই জয়লাভে খেজুরি জুড়ে শুরু হয় সবুজ আবিরের উৎসব। বিজয় মিছিল, স্লোগান আর দলের পতাকা হাতে জনসমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। ভোট পরবর্তী এই জয় ঘিরে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা দারুণ উচ্ছ্বসিত।
জয়ী প্রার্থীদের অভিনন্দন জানাতে হাজির ছিলেন:
কাঁথি সংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিমান কুমার নায়ক
হেড়িয়া অঞ্চলের তৃণমূল সভাপতি দীপক কুমার ঘোড়ই
জেলা যুব সভাপতি জালাউদ্দিন খান
খেজুরি ১ পঞ্চায়েত সমিতির সভানেত্রী নমিতা নায়ক
কৃষ্ণনগর ইউনিটের নেতৃবৃন্দ – রঞ্জিত চক্রবর্তী, সুনীল মাইতি, শোভন পাল, শোভন মাইতি ও সত্যেন মন্ডল

রাজনৈতিক বিশ্লেষণ বলছে, শুভেন্দু অধিকারীর গড়ে এমন ভরাডুবি বিজেপির জন্য এক বড় বার্তা। তৃণমূল কংগ্রেসের সংগঠনের মজবুত ভিত যে এখনও জনভিত্তিতে প্রবল শক্তিশালী, তারই প্রমাণ মিলল এই নির্বাচনে।
খেজুরির এই নির্বাচনী ফলাফল নিছক একটি সমবায় নির্বাচন নয়, এটি রাজনৈতিক বার্তাবাহী। শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটিতেও সবুজের জয় এবার নতুন করে উত্তেজনা তৈরি করবে বঙ্গ রাজনীতিতে।