ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Krishnanagar Jagaddhatri Puja : ৭০ ফুটের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ঘিরে উন্মাদনা নদীয়ার কৃষ্ণনগরে

Krishnanagar Jagaddhatri Puja : ৭০ ফুটের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ঘিরে উন্মাদনা নদীয়ার কৃষ্ণনগরে

কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোতে এবার আকর্ষণ সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা। পুরোটাই তৈরি ফাইবার গ্লাসে। নদীয়ার রানাঘাট কামালপুরে যে সমস্ত শিল্পীরা সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি করেছিল তারাই এবার কৃষ্ণনগর সান্ধ্য মাঠ পাড়ায় ক্লাব প্রতিভা তৈরি করেছে সবচেয়ে বড় জগদ্ধাত্রী। যে সমস্ত....

Krishnanagar Jagaddhatri Puja : ৭০ ফুটের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ঘিরে উন্মাদনা নদীয়ার কৃষ্ণনগরে

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Krishnanagar Jagaddhatri Puja : ৭০ ফুটের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ঘিরে উন্মাদনা নদীয়ার কৃষ্ণনগরে

কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোতে এবার আকর্ষণ সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা। পুরোটাই তৈরি ফাইবার গ্লাসে। নদীয়ার রানাঘাট কামালপুরে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোতে এবার আকর্ষণ সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা। পুরোটাই তৈরি ফাইবার গ্লাসে। নদীয়ার রানাঘাট কামালপুরে যে সমস্ত শিল্পীরা সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি করেছিল তারাই এবার কৃষ্ণনগর সান্ধ্য মাঠ পাড়ায় ক্লাব প্রতিভা তৈরি করেছে সবচেয়ে বড় জগদ্ধাত্রী।

যে সমস্ত দর্শনার্থী রানাঘাটের কামালপুরে সবচাইতে বড় দুর্গার স্বাদ পাননি তাদের জন্য থাকছে এবার সবচেয়ে বড় জগদ্ধাত্রীর চমক। প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে ফাইবার গ্লাস দিয়ে তৈরি হয়েছে এই জগদ্ধাত্রী প্রতিমা। ইতিমধ্যেই ফাইবার গ্লাসের প্রতিমার রঙের প্রলেপ দিয়ে সম্পন্ন হয়েছে চক্ষুদান । এর আগে ক্লাব প্রতিভা ৬০ ফুটের সবচেয়ে বড় কালি তৈরি করে সকলের নজরে এসেছিল। এবার সেই রেকর্ড ভেঙ্গে ৭০ ফুটের জগদ্ধাত্রী তৈরি করে নজির ঘটলো।

এ বিষয়ে পুজো উদ্যোক্তা জানান, সবচাইতে বড় জগদ্ধাত্রী প্রতিমা এখানে তৈরি হলেও কোন বড় স্পন্সর পায়নি। সদস্যদের অনুদান এবং কিছু চাকুরিজীবী ছাড়াও ভিনদেশে থাকা সদস্যদের প্রচেষ্টাতেই সবচেয়ে বড় জগদ্ধাত্রী পুজো সান্ধ্য মাঠপাড়া ক্লাব প্রতিভায়। কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোতে ক্লাব প্রতিভায় মানুষের ঢল নেমেছে সেটা বলার অপেক্ষা রাখে না।

রাজ্যের বিভিন্ন প্রান্তে সবচাইতে বড় কালি হলেও সবচাইতে বড় জগদ্ধাত্রী কৃষ্ণনগরে এই প্রথম। তাই ইতিমধ্যেই সাধারণ মানুষের উন্মাদনা চোখে পড়ার মত। অনেকেই খোঁজখবর নিতে শুরু করেছে ক্লাব-প্রতিভার জগদ্ধাত্রী মূর্তি নিয়ে। মূর্তি তৈরির অন্যতম সুজয় বিশ্বাস বলেন, রানাঘাটের কামালপুরে আমাদের স্বপ্নে জল ঢেলে দিয়েছিল প্রশাসন। তাই সেই দুঃখ যন্ত্রণা ভোলাতে আমরা ফের কৃষ্ণনগরে ফিরে এসেছি।

আর এবারে যেহেতু সবচাইতে বড় দুর্গা করতে বাধা প্রাপ্ত হয়েছে আর তাই কৃষ্ণনগরে সবচাইতে বড় জগদ্ধাত্রী দেখতে মানুষের ঢল নেমেছে। তবে এক একপ্রকার বলা যেতেই পারে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা ঘিরে উন্মাদনা রয়েছে নদীয়ার কৃষ্ণনগর বাসির মধ্যে।

আজকের খবর