সুমন তরফদার। কলকাতা সারাদিন।
মহাকুম্ভে গিয়ে বিপদে পড়েছেন? মুশকিল আসান হবে এক ফোনেই। যে কোনও জরুরি পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হেল্পলাইন নম্বর চালু করল নবান্ন। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে চালু করা নম্বরটি হল ০৩৩২২১৪-৩৫২৬। টোল ফ্রি নম্বরটি হল ১০৭০।
প্রতিদিন বাংলা থেকে মহাকুম্ভে যাচ্ছেন বহু পুণ্যার্থী। সেখানে গিয়ে কখনও তাঁরা হারিয়ে যাচ্ছেন, কখনও অসুস্থ হয়ে পড়ছেন। আর নিজের বাড়িতে বসে চিন্তা করছেন পরিজনরা। তাদের সাহায্যার্থে এগিয়ে এল রাজ্য সরকার। চালু হল হেল্প লাইন নম্বর। নবান্ন জানিয়েছে, প্রয়াগরাজে মহাকুম্ভে যোগ দিতে বাংলা থেকে প্রতিদিন বহু মানুষ যাচ্ছেন।
নবান্ন সূত্রে খবর, বহু মানুষ যোগাযোগ করতে পারছেন না বলে তাঁদের আত্মীয়স্বজন এবং পরিবারের সদস্যরা চিন্তায় ও উৎকণ্ঠায় রয়েছেন। প্রয়াগরাজে মহাকুম্ভে যোগ দিতে বাংলা থেকে বহু মানুষ গিয়েছেন। যে কোনও জরুরি পরিস্থিতি তাঁদের যাতে সাহায্য করা যায় তার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এক ফোনেই মিটবে সমস্যার সমাধান। যে কোনও জরুরি পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবার হেল্পলাইন নম্বর চালু করল নবান্ন।
এবার ১৪৪ বছর পর ত্রিবেণী যোগ পড়েছে মহাকুম্ভে। তাই সেখানে রেকর্ড ভিড় হয়েছে। কিন্তু পরিকল্পনা এবং উপযুক্ত নিরাপত্তার অভাবে এমন অঘটন ঘটেছে বলে অভিযোগ বিরোধীদের। বুধবার রাতে মৌনী অমাবস্যায় দ্বিতীয় শাহী স্নান করতে গিয়েই পদপিষ্টের ঘটনা ঘটে। তাতে বাংলার প্রায় ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। সেখানে বাংলার বহু নাগরিক আটকে রয়েছেন। অনেকে ফেরার দিশা পাচ্ছেন না। তাই নবান্ন এই হেল্পলাইন নম্বর চালু করল যাতে বাংলার মানুষজন নিজ ভূমে ফিরতে পারেন। ইতিমধ্যেই বাংলার মানুষজনকে সাহায্য করতে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে নবান্ন।