সুমন তরফদার। কলকাতা সারাদিন।
গত মাসে আরজিকর থেকে উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের দেহ। ধর্ষণ ও খুন করা হয়েছিল তাঁকে। সেই মামলার তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে। একের পর এক দুর্নীতি সামনে আসে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।এবার প্রকাশ্যে এল ‘থ্রেট কালচার’-র কথা।
ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরি, পরীক্ষায় ছাত্রছাত্রীদের ফেল কারনো, আর্থিক অনিয়ম, বিভাগীয় প্রধানদের হুমকি দেওয়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। এই অপরাধে ৫১ জন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ আরজি করের আন্দোলনকারী একাংশের।
সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সৌরভ পাল, আশিস পান্ডে, রোহন কুন্ডু-সহ ৫১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন আন্দোলনকারীরা। জানা গিয়েছে, এরা সন্দীপ ঘোষের হয়ে হাসপাতালে ‘থ্রেট কালচার’ চালাত। টাকা তোলা থেকে ছাত্র-ছাত্রীদের হুমকি দেওয়ার মতো কাজ করত তারা। এবার তদন্ত হবে তাদের বিরুদ্ধে।