ঘূর্ণিঝড় ‘দানা’ প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে হওয়া অফিস।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জেলার উপকূলবর্তী এলাকায় সমস্ত বিডিও ও এসডিওদের সঙ্গে ইতিমধ্যেই ভার্চুয়ালি বৈঠক করা হয়েছে।যদিও এই ঝড়ের বিষয়ে সতর্ক করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি ব্লককেই।
প্রশাসন সুত্রে জানা গেছে আয়লা সেন্টার সহ সমস্ত জায়গায় মজুত করা হয়েছে ত্রাণ সামগ্রী। নজরদারি করা হবে উপকূলবর্তী এলাকায় বাঁধ গুলিতে। পাশাপাশি মৎস্যজীবীরা যাতে গভীর সমুদ্রে আর না যায় সেজন্য চলছে মাইকিং । মাঝ সমুদ্রে রয়েছে যে সমস্ত ট্রলার গুলো রয়েছে তাদের দ্রুত ফিরে আসা নির্দেশ পাঠানো হয়েছে।
অপরদিকে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্থান দিঘায় গতকালের আবহাওয়ার পরিপ্রেক্ষিতে পর্যটকদের হোটেল সংগঠনের সাথে আলোচনার ওপর ভিত্তি সমুদ্র স্নানে নিষেধাজ্ঞ জারি করা হবে।
সমস্ত দিক থেকে ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন । সৈকত উপকূলে চলছে মাইকিং। নামতে দেওয়া হচ্ছে না সমুদ্রে পর্যটকদের। তৎপর সিভিল ডিফেন্স, লুনিয়া, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। দিঘা উন্নয়ন পর্ষদের পক্ষে সতর্ক করা হচ্ছে।
মংগলবার দিঘা উপকূলীয় এলাকা ঘুরে দেখলেন জেলা শাসক পূর্নেন্দু মাজী। তিনি জানান, উপকূলীয় এলাকায় মাইকিং চলছে। আয়লা সেন্টার সহ বেশ কিছু স্কুল রেডি রাখা হচ্ছে। আগামীকাল উপকূলীয় এলাকার প্রায় দু লক্ষ মানুষকে সরানো হবে। পাশাপাশি সব দপ্তরের আধিকারিক ও কর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে।