সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।
ভরদুপুরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড দক্ষিণ কলকাতায়। বুধবার দুপুরে লেক গার্ডেন্সের একটি ঝুপড়ি এলাকায় দাউদাউ আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আতঙ্কে এলাকাবাসী। পাশের আনোয়ার শাহ রোড দিয়ে যানবাহন চলাচলও ব্যাহত হয়। প্রিন্স আনোয়ার শাহ রোডের উপর লর্ডস মোড়ের কাছে বাজারে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে।
লর্ডস মোড়ের পিছনের দিকে একটি বাজার রয়েছে। সেখানেই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। তবে আগুনের উৎস স্পষ্ট নয়। বাজারের ভিতরে ঝুপড়ি এলাকা থেকে কালো ধোঁয়া বার হতে দেখা গিয়েছে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলেও। শুরুতে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছয় দুর্ঘটনাস্থলে। পরে আরও ৬টি ইঞ্জিন যায়। যাদবপুর থানা থেকেও পুলিশের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছে যায়।
বাজার এলাকা হওয়ায় সেখানে অনেকগুলি ছোট ছোট ঝুপড়ি দোকান রয়েছে। সেখানে কিছু দাহ্য বস্তু থাকারও সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে। সম্ভবত দোকানগুলিতে রাখা গ্যাস সিলিন্ডারগুলি বিস্ফোরণ হয়। ঝুপড়ি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাজারের ভিতরে। আগুনের যে তীব্রতা, তাতে প্রচুর ঝুপড়ি দোকানের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। একাধিক ঝুপড়ি সম্পূর্ণ পুড়ে যায়। সারি সারি ঝুপড়ি দোকান আগুনে জ্বলতে থাকে। তা নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয় দমকলের কর্মীদের।
শুধু ঝুপড়ি দোকানই নয়, বাজার এলাকায় ফুটপাথের ধারে থাকা কিছু স্থায়ী দোকানও কমবেশি ক্ষতিগ্রস্ত হয়। কয়েক ঘন্টার মধ্যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দুর্ঘটনাস্থলে পৌঁছে কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার দমকলের কাজের তদারকি করেন। তিনি জানান, দমকল আধিকারিকেরা খতিয়ে দেখার পরেই আগুন লাগার কারণ স্পষ্ট হবে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, আগুন লাগার পর দমকলের ইঞ্জিন আসতে কিছুটা দেরি করেছিল। যদিও এই অভিযোগ মানছেন না দেবাশিস। তাঁর কথায়, দমকল দেরিতে এলে আগুন এ ভাবে নিয়ন্ত্রণে আনা যেত না। রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেনদেবাশিস।