ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • TMC delegation meets Murshidabad Victim Family : মুর্শিদাবাদের জাফরাবাদে মৃত বাবা-ছেলের বাড়িতে তৃণমূল সাংসদ-বিধায়করা, বাড়ির বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিতে প্রস্তাব

TMC delegation meets Murshidabad Victim Family : মুর্শিদাবাদের জাফরাবাদে মৃত বাবা-ছেলের বাড়িতে তৃণমূল সাংসদ-বিধায়করা, বাড়ির বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিতে প্রস্তাব

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নিহত বাবা ছেলের পরিবারের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছুটে গেলেন তৃণমূলের সাংসদ প্রতিনিধি দল। মানবিকতার নজির দেখিয়ে প্রস্তাব দিলেন পরিবারের ছোট ছোট বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার। তার পাশাপাশি প্রশাসনের....

TMC delegation meets Murshidabad Victim Family : মুর্শিদাবাদের জাফরাবাদে মৃত বাবা-ছেলের বাড়িতে তৃণমূল সাংসদ-বিধায়করা, বাড়ির বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিতে প্রস্তাব

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • TMC delegation meets Murshidabad Victim Family : মুর্শিদাবাদের জাফরাবাদে মৃত বাবা-ছেলের বাড়িতে তৃণমূল সাংসদ-বিধায়করা, বাড়ির বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিতে প্রস্তাব

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নিহত বাবা ছেলের পরিবারের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নিহত বাবা ছেলের পরিবারের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছুটে গেলেন তৃণমূলের সাংসদ প্রতিনিধি দল। মানবিকতার নজির দেখিয়ে প্রস্তাব দিলেন পরিবারের ছোট ছোট বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার। তার পাশাপাশি প্রশাসনের কাছে দাবি তুললেন এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা বাড়ানোর জন্য।
জাফরাবাদে খুন হওয়া বাবা-ছেলের বাড়িতে গেল তৃণমূলের প্রতিনিধি দল। রবিবার সকালে হরগোবিন্দ ও চন্দন দাসের বাড়িতে গিয়েছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, জঙ্গিপুরের সাংসদ, খলিলুর রহমান, সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। বাড়ির বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিতে চেয়েছেন তাঁরা।

মুর্শিদাবাদের অশান্তির মাঝে খুন হন হরগোবিন্দ ও চন্দন দাস। তারা সম্পর্কে বাবা-ছেলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে ১০ লক্ষ টাকা করে আর্থিক ঘোষণা করেন। তবে সেই আর্থিক সাহায্য নিতে অস্বীকার করে মৃতের পরিবার। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়। তারপর তাঁদের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল, কংগ্রেসের প্রতিনিধি দল। এরপরই রবিবার সকালে তাঁদের সঙ্গে দেখা করল তৃণমূলের প্রতিনিধি দল। কী নিয়ে কথা হয়েছে তা স্পষ্ট নয়। সূত্র মারফত জানা গিয়েছে, প্রতিনিধি দলের সদস্যরা খুনের সঙ্গে যুক্তদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন। পাশাপাশি বাড়ির সন্তানদের পড়াশোনা দায়িত্ব সাংসদ-বিধায়করা নিয়েছেন। যে-কোনও অসুবিধায় তাঁদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সঙ্গে সরকারের আর্থিক সাহায্য নিয়েও কথা হয়েছে বলে খবর।

পরিবারের সঙ্গে দেখা করার পর স্থানীয় সাংসদ খলিলুর রহমান বলেন, “অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্থানীয়দের থেকে বহিরাগতদের কথা শুনেছি। পুলিশকে বিষয়টি দেখতে অনুরোধ করেছি।”

ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। সেই আশান্তির মাঝে জাফরাবাদে খুন হয় বাবা-ছেলে। বাড়ি থেকে টেনে এনে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনায় মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল। শনিবার রাতে গ্রেপ্তার হয়েছে জিয়াউল শেখ নামে এক অভিযুক্ত। আগে গ্রেপ্তার করা হয়েছিল কালু নাদাব, দিলদার নাদাব ও এনামূলকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জিয়াউলকে দক্ষিণ দিনাজপুরের চোপড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে সিট।

আজকের খবর