রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
ফ্যাশন ম্যাগাজিন ভোগের ফটোশুটে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া।
প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে এতটাই ব্যস্ত এবং তিনি কিছু অনুভব করারও সময় পাচ্ছেন না। সম্প্রতি ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা, তাঁর ব্যস্ত সময়সূচী সম্পর্কে নানা কথা ভাগ করে নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, যখনই তাঁর মনে ব্যস্ততা নিয়ে অভিযোগ তৈরি হয়, তখনই তিনি নিজেকে মনে করিয়ে দেন যে ব্যস্ত থাকাও সৌভাগ্যের বিষয়, সবাই ব্যস্ত থাকার সুযোগ পান না।
প্রিয়াঙ্কা ২০১৮ সালে আমেরিকান গায়ক নিক জোনাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে দম্পতির এক কন্যা সন্তানও রয়েছে। তার নাম মালতি মেরি জোনস, তার বয়স মাত্র ২ বছর। অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি সব সময় তাঁর অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখতে পারেন কিনা। এ প্রসঙ্গে তিনি অকপটে জানিয়েছিলেন যে, তিনি অনেকটা চাপের মধ্যে থাকেন, সেটা খুব ‘কঠিন’ বলে কখনও কখনও মনে হলেও, তিনি খুব কৃতজ্ঞ যে তিনি তাঁর কাজকে পছন্দ করেন, তাই চাপটাকে চাপ বলে মনে হয় না।
তিনি এ প্রসঙ্গে বলেন, ‘অন্য সবার মতো আমারও খারাপ দিন গিয়েছে, কিন্তু আমি সেই সময়গুলোতে নিজেকে মনে করাই যে আমি যা যা পেয়েছি, তা চাইলেও সবাই পায় না, এবং তাই আমি অভিযোগ করা বন্ধ করে দিয়েছি। আমার কাজ মনে দিয়েছি, সেটাই আমি ভালো করে করতে চাই। কাজের সময় আমি আমার খারাপ অনুভূতিগুলোকে একপাশে সরিয়ে রাখি এবং যখন আমি বাড়ি ফিরে যাই তখন তাদের সঙ্গে মোকাবিলা করি।’ সর্বোপরি পুরুষতান্ত্রিক বিনোদন জগতে একজন অভিনেত্রী হিসেবে নিজের জায়গা করে নেওয়া, মহিলা হিসেবে নজরকাড়া খুব সহজ কথা নয়। তাছাড়াও চলচ্চিত্র নির্মাণের দিকে মনোনিবেশ করেছেন তিনি, সেটা কম বড় বিষয় নয়।
প্রিয়াঙ্কা আরও জানান যে তিনি তাঁর মা মধু চোপড়া এবং মেয়ে ঘুম থেকে ওঠার আগে উঠে পড়েন, রোজ ভোর ৫ টায় ঘুম থেকে ওঠেন তিনি, ১২ ঘন্টা সেটে কাজ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমার সঙ্গে ওঁদের থাকাটা সব সময় সম্ভব নয়, কিন্তু তাও সবকিছু থেকে এত দূরে থাকাটা সত্যিই আমার কাছে মাঝে মাঝে চ্যালেঞ্জিং বলে মনে হয় এবং নিজেকে কিছুটা বিচ্ছিন্ন বলেও মনে হয়। আমার স্বামী এই মুহুর্তে ট্রিপে ব্যস্ত, তবে তিনি যখনই অবসর পান তখনই TLC-এ আসার চেষ্টা করেন।’
প্রিয়াঙ্কাকে শীঘ্রই ‘হেডস অফ স্টেট’ এবং ‘দ্য ব্লাফ’-এ দেখা যাবে। ইলিয়া নাইশুলার পরিচালিত, ‘হেডস অফ স্টেট’-এ তিনি ছাড়াও ইদ্রিস এলবা, জন সিনা, জ্যাক কায়েদ, প্যাডি কনসিডাইন, স্টিফেন রুট এবং কার্লা গুগিনো রয়েছেন, অভিনেত্রীকে তাঁদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।
তিনি সম্প্রতি ফ্র্যাঙ্ক ই ফ্লাওয়ারস পরিচালিত ‘দ্য ব্লাফের’ জন্য শ্যুটিংয়ে ব্যস্ত। তিনি ছাড়াও কার্ল আরবান, ইসমায়েল ক্রুজ কর্ডোভা, সাফিয়া ওকলে-গ্রিন এবং বেদান্তেন নাইডু এই ছবিতে অভিনয় করছেন।