সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
আরজি কর নিয়ে নাকি আন্দোলনে কোনও রং লাগতে দেননি জুনিয়র ডাক্তাররা। এমনটাই দাবি করা হয়েছিল সংবাদ মাধ্যমে। তা সে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হোক বা অগ্নিমিত্রা পাল, কোনও বিশেষ দলের লোক দেখলেই উঠেছে ‘গো ব্যাক’ স্লোগান। তবে কিছু ছবি সামনে আনলেন টলিউডের প্রযোজক রাণা সরকার।
যেখানে তাঁকে ছবি-সহ অভিযোগ তুলতে দেখা গেল বিজেপি যুবমোর্চার নেত্রী পামেলা গোস্বামীর হাত থেকে খাবার নিচ্ছে আন্দোলরত কিছু চিকিৎসক।
রাণা ছবি শেয়ার করেছেন তিনটি। তাতে একটিতে খাবার দিতে দেখা যাচ্ছে। দ্বিতীয়টি ক্যামেরার সামনে বাইট দিচ্ছেন পামেলা। তৃতীয়টি পামেলার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট। আর তারপর রাণা লিখলেন, ‘পামেলা গোস্বামী, ২০২১ সালে কোকেন সহ গ্রেফতার হন তৎকালীন বিজেপি যুবমোর্চার এই নেত্রী। আজ তিনি আন্দোলনের পাশে দাড়িয়েছেন। অভিজিৎ গাঙ্গুলি, অগ্নিমিত্রা পালদের গো ব্যাক বলে ফেরত পাঠিয়ে নিজেদের দলহীন অরাজনৈতিক সত্ত্বা প্রমাণ করেছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তাহলে ইনি কোন ম্যাজিকে থেকে গেলেন?’
‘যখন কোন বৃহৎ ও মহান উদ্দেশ্যে আন্দোলন হয় তখন এইসব দিকে খেয়াল রাখা উচিত না? প্রশ্ন থাকলো।’, আরও লেখেন রাণা ফেসবুকে।