ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।
আমরা সংকটের পথে হাটছি বলে মন্তব্য করে সংস্কারের নামে কালক্ষেপন না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অন্তবর্তীকালিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে রাজশাহী মহানগর যুবদলের উদ্যেগে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।
রিজভী বলেন, ‘সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার, কিন্তু সেটা নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। আমরা সংকটের পথে হাটছি। তাই দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। কারণ ১৭ বছর দেশের মানুষ ভোট দেওয়া থেকে বিরত রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদগ্রীব দেশের মানুষ।’
‘
গণতন্ত্র আন্দোলনের সব দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে সমর্থন করেছে। তিনি একজন গুণী মানুষ। তিনি বাংলাশের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছেন। কিন্তু তাকে কেউ বিভ্রান্তির মধ্যে ফেললে এটা মানুষের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। তাই দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন।’
বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল শেখ হাসিনা মন্তব্য করে রুহুল কবির রিজভী আরও বলেন, ‘এ দেশের ভাল-মন্দ নিধারণের দায়িত্ব এদের জনগণের। বাংলাদেশ কিভাবে চলবে সেটি নির্ধারণ করবে এ দেশের জনগণ। কোন দেশের না। বাংলাদেশের নীতিমালা নির্ধারণ করবে এদেশের জনগণ। অন্য কোন দেশ নীতিমালা নির্ধারণ করে দিবে না।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ শেখ হাসিনার কাছে ছিলো টাকার খনি। পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠরা টাকা পাচার করবেন, এটিই ছিলো তাদের উদ্দেশ্য। তারা দেশ নিয়ে ভাবেননি। দেশের মানুষকে নিয়ে ভাবেননি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনসহ নেতারা। আলোচনা সভার পরে রুহুল কবির রিজভী দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এরপর তিনি দুপুরে নগরীর গোলজারবাগ ঈদগাহ ময়দান ও গুড়িপাড়ায় শীতবস্ত্র বিতরণ করন।