শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
মারুতি সুজুকি ভারতে নিউ ফোর্থ জেনারেশনের ‘ডিজায়ার’ লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রি বুকিং। মাত্র ১১ হাজার টাকায় বুক করতে পারবেন মারুতি সুজুকির এই অত্যাধুনিক গাড়িটি।
৪র্থ জেনারাশনের মারুতি সুজুকি ডিজায়ার আগামী ১১ নভেম্বর লঞ্চ হতে চলেছে।
মাত্র ১১ হাজার টাকা দিয়েই বুক করতে পারেন স্বপ্নের এই নয়া প্রজন্মের Dezire, বুকিংয়ের জন্য আপনি কোম্পানির ওয়েবসাইট বা ডিলারশিপে গিয়েও বুক করতে পারেন। এবার বড়সড় বদল নিয়ে লঞ্চ হতে চলেছে নতুন ডিজায়ারে।
নতুন Dezire থাকবে নতুন Z-Series ইঞ্জিন। Z সিরিজের Z12E ইঞ্জিন 60 KW শক্তি এবং 111.7 নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারবে। এতে ফাইভ স্পিড ম্যানুয়ালের পাশাপাশি থাকবে এএমটি ট্রান্সমিশন ফিচার্স। একই সঙ্গে সিএনজি প্রযুক্তিতেও নতুন Dezire চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইঞ্জিনটি 5 স্পিড ম্যানুয়াল এবং 5 স্পিড AMT গিয়ারবক্স দিয়ে সজ্জিত। এই ইঞ্জিনের সবচেয়ে বিশেষ বিষয় হল আপনি শুধুমাত্র চমৎকার মাইলেজই পাবেন না কিন্তু এই ইঞ্জিনটি প্রতি সিজনে আরও ভাল পারফরমেন্স পাবেন। এমন পরিস্থিতিতে, আশা করা হচ্ছে Dezire-এ প্রায় 25km থেকে 27kmpl মাইলেজ দিতে পারে।
নতুন ডিজায়ারে ৬টি এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম + ইবিডি, ব্রেক অ্যাসিস্ট, ডিস্ক ব্রেক, ইপিএস এবং ৬ পয়েন্ট সিট বেল্টের মতো ফিচার্স রয়েছে। নতুন মডেলটিতে ADAS(অ্যাডভান্সড ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স সিস্টেম) সুরক্ষা। Dezire অতীতেও এই সেগমেন্টের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় ছিল। আশা করা হচ্ছে যে নতুন অবতারে আরও বিক্রি বাড়বে বলেই আশা সংস্থার। ভারতে, নতুন Dezire হুন্ডাই AURA এবং Honda Amaze-এর মতো গাড়ির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।
মারুতি নয়া জেনারেশন ডিজায়ারে অনেক দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ডিজাইনেও আনবে আমূল বদল। আগের চেয়ে অনেক বেশি প্রিমিয়াম দেখাবে এই মডেলটি । নয়া এই ডিজায়ারে থাকবে 360 ডিগ্রি ক্যামেরা, সানরুফ, ছয়টি এয়ারব্যাগ, এলইডি লাইট, এলইডি ডিআরএল, নতুন টেল লাইট সহ অনেকগুলি দুর্দান্ত ফিচার্স। বিশেষ বিষয় হল ১১ নভেম্বর কোম্পানি পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি সিএনজি বিকল্প অফার করতে পারে।
নয়া প্রজন্মের Dezire-এর এক্স-শোরুম মূল্য প্রায় সাত লক্ষ টাকা।