শোভন গায়েন। কলকাতা সারাদিন।
ট্যাব কেলেঙ্কারি নিয়ে গোটা বাংলা যখন উত্তাল, সেই সময় বাংলার মহিলাদের কাছে সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড়সড়ো আশঙ্কা তৈরি করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে শুরু হয়েছে তোলপাড়। এরই মধ্যে ট্যাব এর টাকা যাঁরা পাননি, তাঁদের দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মমতা।
এই প্রসঙ্গে আরো কয়েকটি প্রশ্নও উঠে আসছে বিরোধীদের মুখে। ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য সরকার সরকার সরকারি কোষাগার থেকে যে বিপুল অংকের টাকা ট্যাব দেওয়ার জন্য খরচ করে সেই টাকা যদি জালিয়াতি হয়ে অন্যত্র চলে গিয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী আবার কি নতুন করে রাজ্যের কোষাগার থেকে খরচ করবেন? রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ ট্যাব কেলেঙ্কারির তদন্তে নামলেও আদৌ এই টাকা পুরোটা উদ্ধার করা সম্ভব হবে তো? ট্যাব কেলেঙ্কারির টাকা বেশকিছু জায়গায় যেখানে তৃণমূল নেতাদের পকেটেও ঢুকেছে সে ক্ষেত্রে জন রোষ যাতে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে আছড়ে না পড়ে তা আগাম ঠেকানোর জন্যই কী মুখ্যমন্ত্রী সবাইকে ট্যাবের টাকা পৌঁছে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিচ্ছেন? এই সমস্ত প্রশ্ন তুলতে শুরু করেছে ইতিমধ্যে বিরোধী বিজেপি এবং সিপিএম।
ট্যাব কেলেঙ্কারি নিয়েই যখন এতগুলো প্রশ্ন, সেখানে তৃণমূল সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও দুর্নীতি আছে বলে দাবি করলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বললেন, তাঁর দাবির স্বপক্ষে উপযুক্ত প্রমাণও হাতে আছে তাঁর। শুভেন্দুর দাবি, লক্ষ্মীর ভাণ্ডারেও ‘কেলেঙ্কারি’আছে। তাঁর হুঁশিয়ারি, ‘এবার লক্ষ্মীর ভাণ্ডারের কেলেঙ্কারি প্রকাশ্যে আসবে’। তাঁর কাছে নাকি লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে যুক্ত কয়েক হাজার ভুয়ো অ্যাকাউন্ট নম্বরও রয়েছে। ‘সব ফাঁস করব’ বলে হুমকি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘ট্যাব নিয়ে সিট গঠন হয়েছে। ওটা প্রশাসনের কাজ। প্রশাসনকে করতে দিন।’ মুখ্যমন্ত্রী বলেন,’এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের প্রশাসন খুবই কঠোর। রাফ অ্যান্ড টাফ। তারা ইতিমধ্যেই ৬জনকে গ্রেফতার করেছে। সিট গঠন করেছে।’
ট্যাব কেলেঙ্কারি নিয়েও বিস্ফোরক দাবি করেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘ গতকালও বলেছি, রাজ্যের মুখ্যমন্ত্রী চোর। তাঁর পরিবার চোর। সেক্ষেত্রে নীচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা। তারা বলছে, উনি ঝাড়ছেন এত, আমি যদি ৫টি ট্যাবের টাকা ৫০ হাজার ঝাড়ি ক্ষতি কী ! ঝাড়ার প্রতিযোগিতা চলছে। তৃণমূল যুক্ত, আইপ্যাক যুক্ত।’