প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সংক্ষেপে সিবিএসই ছাত্রীদের জন্য একটি বিশেষ স্কলারশিপ বা বৃত্তি (Single Girl Child Scholarship 2024) দিয়ে থাকে যার নাম সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ। এই বৃত্তির আবেদনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
নতুন করে ২০২৪-এর জন্য এই আবেদন করা যাবে, আবার ২০২৩ সালে যারা এই বৃত্তির জন্য আবেদন করেছিলেন এবং বৃত্তি (CBSE) পেয়েছিলেন সেই আবেদনের পুনর্নবীকরণও করা যাবে। এই বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এবং রেজিস্ট্রেশন করতে নজর রাখতে হবে সিবিএসইর অফিসিয়াল ওয়েবসাইটে।
অনলাইনে আবেদনের জন্য কী কী প্রয়োজন
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপের মাধ্যমে ছাত্রীদের পড়াশোনার সুবিধের জন্য প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়া হয়। এর জন্য আবেদনকারীকে ব্যাঙ্কের যাবতীয় তথ্য জমা করতে হয়। ব্যাঙ্কের নাম, শাখা, অ্যাকাউন্ট নম্বর, আরটিজিএস, এনইএফটি আইএফএসসি কোড এবং ব্যাঙ্কের ঠিকানা দিতে হবে। এছাড়া আবেদনকারীদের (Single Girl Child Scholarship 2024) স্বাক্ষরও প্রয়োজন। আর এই স্বাক্ষর না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ ডিসেম্বর। এই বৃত্তির জন্য আবেদন করলে আপনার যে সমস্ত প্রয়োজনীয় নথি দরকার হবে তার মধ্যে রয়েছে একাদশ শ্রেণির মার্কশিটের প্রত্যয়িত কপি, আবেদনকারীর আধার কার্ডের কপি, এই আধার নম্বর যেন অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে। ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার কপি বা কোনো একটি বাতিল চেকের কপিও লাগবে এই আবেদনের জন্য।
দুটি আলাদা বৃত্তি রয়েছে
সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ (Single Girl Child Scholarship 2024) এক্স মূলত সেই সমস্ত পড়ুয়াদের জন্য যারা ২০২৪ সালে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছেন। আর সাধারণ যে স্কলারশিপ রয়েছে তাতে একাদশ শ্রেণিতে পাঠরত ছাত্রীরা আবেদন করতে পারবেন। আর এই বৃত্তির পুনর্নবীকরণের বিষয়টি তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, যারা আগের বছর এই বৃত্তিটি পেয়েছিলেন।