সুমন তরফদার। কলকাতা সারাদিন।
পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে সোমবার রাত ৮টা নাগাদ জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহ বাড়ে।
বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ করে পাকিস্তান। যোগ্য জবাব দেয় ভারত। শনিবার পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমও-র সঙ্গে কথা বলেন।
তারপরই উভয়পক্ষ সংঘর্ষবিরতিতে সম্মত হয়। যদিও সংঘর্ষবিরতির কয়েকঘণ্টা পর সীমান্তে ফের বিনা প্ররোচনায় গুলি চালায় পাক সেনা। ভারত স্পষ্ট করে দিয়েছে, হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে।

এই আবহে সোমবার রাত আটটায় জাতির উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী মোদী।
Prime Minister Narendra Modi will address the nation at around 8 PM today