সুমন তরফদার। কলকাতা সারাদিন।
“ঘরে ঢুকে মারব। বাঁচার কোনও সুযোগও দেব না।” ভাষণ দেওয়ার পরের দিন এভাবেই আরো একবার ভারতীয় বায়ুসেনার এয়ারবেসে গিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জাতির উদ্দেশে ভাষণে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বুঝিয়ে দিয়েছিলেন, জঙ্গি হামলা হলে কোনও ছাড় নেই। যে সরকার জঙ্গিদের মদত দেবে তাদেরও একই চোখে দেখবে ভারত। পাকিস্তানের উদ্দেশে একাধিক কড়া বার্তা পাঠানো হয়।
এদিন আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে বক্তব্য রাখার সময়ও সেই একই সুরে প্রধানমন্ত্রী আরও একবার পাকিস্তান ও পাক-মদতপুষ্ট জঙ্গিদের উদ্দেশে হুঙ্কার ছাড়লেন, “ঘরে ঢুকে মারব। বাঁচার কোনও সুযোগও দেব না।”
প্রধানমন্ত্রীর কথায়, “যে পাকিস্তানি সেনার ভরসায় এই জঙ্গিরা বসেছিল, ভারতের সেনা-বায়ুসেনা-নৌসেনা পাকিস্তানি সেনাকে ছারখার করে দিয়েছে। আপনারা পাকিস্তানি সেনাকে বুঝিয়ে দিয়েছেন, পাকিস্তানে এমন কোনও ঠিকানা নেই, যেখানে বসে জঙ্গিরা স্বস্তিতে থাকতে পারবে। ঘরে ঢুকে মারব। বাঁচার কোনও সুযোগও দেব না। আমাদের ড্রোন, মিসাইলের কথা ভেবেই পাকিস্তানের কয়েকদিন ঘুম হয়নি।”

পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ায় ভারতীয় নিরাপত্তাবাহিনীর উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আজ আমাদের নতুন ও অত্যাধুনিক প্রযুক্তির সক্ষমতা আছে। যার মোকাবিলা করতে পারবে না পাকিস্তান। গত দশকে, বিশ্বের সেরা প্রযুক্তি পৌঁছেছে ভারতীয় বায়ুসেনা এবং আমাদের অন্যান্য বাহিনীতে। কিন্তু, আমরা সকলেই জানি যে, নতুন প্রযুক্তির সঙ্গে সঙ্গে বড় চ্যালেঞ্জও আসে। একটা জটিল ও উন্নতি সিস্টেমের ভারসাম্য রাখা, দক্ষতার সঙ্গে তার পরিচালনা করার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন। আপনার প্রযুক্তিকে কৌশলের সঙ্গে জুড়ে দিয়েছেন। আপনারা প্রমাণ করে দিয়েছেন যে, এই খেলায় আপনারা চমৎকার।”