ব্রেকিং
  • Home /
  • গ্যাজেট /
  • AC Electricity Consumption : এই মোডে ১০ ঘন্টা এসি চালিয়েও আসবে নামমাত্র বিদ্যুৎ বিল, জেনে নিন বিস্তারিত

AC Electricity Consumption : এই মোডে ১০ ঘন্টা এসি চালিয়েও আসবে নামমাত্র বিদ্যুৎ বিল, জেনে নিন বিস্তারিত

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। গরমের তীব্রতা প্রতি বছরই বেড়ে চলেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসির চাহিদা। কিন্তু এসি ব্যবহার করলেই আসে এক ভয়ানক দুশ্চিন্তা— বিদ্যুৎ বিল ( Electricity Bill)। অনেকেই এসি কেনার পরে এই খরচ কমানোর উপায় খুঁজে বেড়ান।....

AC Electricity Consumption : এই মোডে ১০ ঘন্টা এসি চালিয়েও আসবে নামমাত্র বিদ্যুৎ বিল, জেনে নিন বিস্তারিত

  • Home /
  • গ্যাজেট /
  • AC Electricity Consumption : এই মোডে ১০ ঘন্টা এসি চালিয়েও আসবে নামমাত্র বিদ্যুৎ বিল, জেনে নিন বিস্তারিত

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। গরমের তীব্রতা প্রতি বছরই বেড়ে চলেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসির....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।

গরমের তীব্রতা প্রতি বছরই বেড়ে চলেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসির চাহিদা। কিন্তু এসি ব্যবহার করলেই আসে এক ভয়ানক দুশ্চিন্তা— বিদ্যুৎ বিল ( Electricity Bill)। অনেকেই এসি কেনার পরে এই খরচ কমানোর উপায় খুঁজে বেড়ান। তাদের জন্য আজ রইল এক ছোট্ট কিন্তু কার্যকর টিপস।

সেটা হল— এসি-র ‘ডায়েট মোড’ অন রাখুন।

ইনভার্টার এসি বনাম নন-ইনভার্টার এসি

ইনভার্টার AC এবং সাধারণ নন-ইনভার্টার এসির মধ্যে বড় তফাৎ হল কম্প্রেসর কন্ট্রোলের ক্ষমতা। ইনভার্টার এসির কম্প্রেসর ঘরের তাপমাত্রা অনুযায়ী তার গতি নিয়ন্ত্রণ করে। একবার ঘর ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসরের গতি কমে যায়, ফলে কম বিদ্যুৎ খরচ হয়। অন্যদিকে, নন-ইনভার্টার এসি অন-অফ মোডে চলে, যার ফলে বিদ্যুৎ (Power) খরচ অনেক বেশি হয়।

কী এই ডায়েট মোড?

এটি মূলত ইনভার্টার এসির একটি বিশেষ ফিচার, যা অনেক ব্র্যান্ডে ‘ইকো মোড’ বা ‘ডায়েট মোড’ নামে পরিচিত। এই মোড চালু থাকলে এসির কম্প্রেসর ধীরে চলে এবং প্রয়োজনমত ঠান্ডা বজায় রাখে। ফলে প্রায় ৭০-৮১ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ খরচ কমানো সম্ভব।

 

ব্যবহার করবেন কীভাবে?

রিমোটে ‘ইকো’ বা ‘ডায়েট’ অপশন খুঁজুন

এটি অন করলে এসি তার কার্যক্ষমতা অটোমেটিক অ্যাডজাস্ট করবে

ঘরের দরজা-জানালা বন্ধ রাখুন যাতে ঠান্ডা বাইরে না যায়

ফিল্টার পরিষ্কার রাখুন নিয়মিত

আরও কিছু সাশ্রয়ী টিপস:

২৪-২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি চালান

দিনের ব্যস্ত সময়ে নয়, রাতে বা সকালের দিকে এসি ব্যবহার করুন

প্রতিটি ১ ডিগ্রি কম তাপমাত্রার জন্য বিদ্যুৎ খরচ বেড়ে যায় ৬-৮%

 

কেন মধ্যবিত্তদের জন্য ইনভার্টার এসি জরুরি?

আজকের দিনে মধ্যবিত্ত পরিবারগুলির জন্য দীর্ঘমেয়াদি সাশ্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনভার্টার এসি একবারে একটু বেশি দামের হলেও, দীর্ঘমেয়াদে সেটিই আপনার বাজেট রক্ষা করবে বিদ্যুৎ খরচ কমিয়ে।

শুধু এসি কিনলেই হবে না, তার সঠিক ব্যবহারও জানা জরুরি। ডায়েট মোড অন রাখুন, নিয়মিত ফিল্টার পরিষ্কার করুন এবং এসি চালানোর সঠিক সময় বেছে নিন। এভাবেই আপনি পেতে পারেন ঠান্ডা ঘর এবং আরামদায়ক বিদ্যুৎ বিল।

আজকের খবর