সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
সন্ত্রাস প্রসঙ্গে পাকিস্তানের তীব্র সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার জাপানের রাজধানী টোকিও-তে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সর্বদলীয় প্রতিনিধিদলের আলাপচারিতার সময় অভিষেক বলেছেন, আমরা এখানে এই বার্তা এবং সত্য ভাগ করে নিতে এসেছি যে, ভারত ভয়ের কাছে নতজানু হবে না।
গোটা বিশ্বেরসামনে পাকিস্তানের মুখোশ টেনে খুলে দিতে এবার জোরদার তৎপরতা নিয়েছে ভারত। দশকের পর দশক ধরে ভারতের মাটিতে জঙ্গি হামলা চালিয়েছে পাকিস্তান। যার সাম্প্রতিকতম বর্বরোচিত নিদর্শন কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। এরপরেই পাকিস্তানে থাকা জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিতে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারত। পাকিস্তানের জঙ্গিপনা গোটা বিশ্বকে জানাতে সর্বভারতীয় প্রতিনিধি দলও তৈরি করেছে কেন্দ্র। তার একটি দল এই মুহূর্তে রয়েছে জাপানে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই দলে। পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে টোকিওর মাটিতে গর্জে উঠলেন তরুণ সাংসদ অভিষেক।
জাপানে ভারতীয় সম্প্রদায়ের সর্বদলীয় প্রতিনিধিদলের সাথে আলাপচারিতার সময়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর নিয়ে বড় বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আমরা এখানে এই বার্তা এবং সত্য ভাগ করে নিতে এসেছি যে ভারত মাথা নত করতে অস্বীকার করে। আমরা ভয়ের কাছে নতজানু হব না। আমি এমন একটি রাজনৈতিক দলের সদস্য যারা বিরোধী দলে রয়েছে। আমি জনসাধারণের কাছে বলেছি যে পাকিস্তানকে তাদের বোঝার ভাষায় শিক্ষা দেওয়া উচিত। যদি সন্ত্রাসবাদ একটি হিংস্র কুকুর হয়, তাহলে পাকিস্তানও একটি হিংস্র হ্যান্ডলার। আমাদের প্রথমে এই হিংস্র হ্যান্ডলারের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্বকে একত্রিত করতে হবে। অন্যথায়, এই হিংস্র হ্যান্ডলার আরও হিংস্র কুকুরের বংশবৃদ্ধি এবং লালন-পালন করবে। আমাদের সমস্ত আক্রমণ এবং কর্মকাণ্ড নির্ভুলতার সাথে করা হয়েছে এবং উত্তেজনাপূর্ণ নয়।”
পহেলগাঁওয়ে হামলা ও তারপরে পাক ভূখণ্ডে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারতের প্রতিক্রিয়া স্পষ্ট ছিল। আমরা ন্যায় বিচারের আশায় দুই সপ্তাহ ধরে অপেক্ষা করেছিলাম। কিন্তু যখন সেই আশায় বিশ্বাসঘাতকতা করা হল, তখন ভারত নির্ভুলভাবে প্রতিক্রিয়া জানায়। শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধুলিস্যাৎ করে দেওয়া হয়েছে। একজন সাধারণ নাগরিকেরও কোনও ক্ষতি হয়নি। এটাই ভারতের জাতীয় চরিত্রকে প্রতিফলিত করে।”
এরই পাশাপাশি টোকিওয় বসবাসকারী ভারতীয়দের কাছে আবেদন জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,” প্রবাসীদের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ট্র্যজেডির জন্য শোক প্রকাশের জন্য নয় বরং তাদের সম্প্রদায়ের মধ্যে এটি নিয়ে আলোচনার জন্য অনুরোধ করছি। কেউ তাদের প্রতিবেশি বেছে নেন না। তবে আমরা দৃঢ়ভাবে দাঁড়াতে, ঐক্যবদ্ধ থাকতে এবং প্রমাণের সমর্থনে সত্য বলতে পারি, এটাই সেই ভারত যার উপর আমি বিশ্বাস করি।”

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে বিগত কিছুদিন আগেই দেশবাসীর উদ্দেশে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভারতীয় সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, এজেন্সি ও বিজ্ঞানীদের স্যালুট জানিয়ে ভাষণ শুরু করেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, “যখন দেশ একজোট হয়, যখন সবার আগে দেশ আসে, তার ফল মেলে। যখন পাকিস্তানের সন্ত্রাসবাদকে গুঁড়িয়ে দিতে ভারত হামলা চালাল, সন্ত্রাসবাদী সংগঠনই নয়, তাদের মনোবলও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”