ব্রেকিং
  • Home /
  • চাকরি /
  • Calcutta HC stays Group C D remuneration : বাড়িতে বসে থেকে টাকা পাবে? গ্রুপ সি, গ্রুপ ডির চাকরিহারাদের ভাতা দেওয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের

Calcutta HC stays Group C D remuneration : বাড়িতে বসে থেকে টাকা পাবে? গ্রুপ সি, গ্রুপ ডির চাকরিহারাদের ভাতা দেওয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যদিও পরবর্তীতে শিক্ষকদের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। কিন্তু শিক্ষাকর্মীদের জন্য আগের নির্দেশই বহাল রাখে। এই আবহে শিক্ষাকর্মীদের মাসিক ভাতা দেওয়ার....

Calcutta HC stays Group C D remuneration : বাড়িতে বসে থেকে টাকা পাবে? গ্রুপ সি, গ্রুপ ডির চাকরিহারাদের ভাতা দেওয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের

  • Home /
  • চাকরি /
  • Calcutta HC stays Group C D remuneration : বাড়িতে বসে থেকে টাকা পাবে? গ্রুপ সি, গ্রুপ ডির চাকরিহারাদের ভাতা দেওয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যদিও পরবর্তীতে শিক্ষকদের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। কিন্তু শিক্ষাকর্মীদের জন্য আগের নির্দেশই বহাল রাখে। এই আবহে শিক্ষাকর্মীদের মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। সোমবার মামলার শুনানিতে একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য। শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়। শিক্ষকদের নতুন করে নিয়োগ করার রায় দিলেও গ্রুপ-সি এবং গ্রুপ-ডি দের জন্য প্যানেল বাতিলের রায়ই বহাল রাখে শীর্ষ আদালত। এর পরেই গ্রুপ-সি এবং গ্রুপ-ডি দের জন্য যথাক্রমে ২০ এবং ১৫ হাজার টাকা মাসিক ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যে স্কিমের নাম দেওয়া হয় ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫’। যে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা। সোমবার কলকাতা হাইকোর্টের বিচাপতি অমৃতা সিনহার বেঞ্চে ছিল এই মামলার শুনানি।

Read more news like this in www.kolkatasaradin.com

 

এদিন শুনানিতে ভাতা দেওয়ার উপর সাময়িক স্থগিতাদেশ জারি করেন বিচারপতি সিনহা। প্রাথমিক পর্যবেক্ষণের পর তিনি জানান, এখনই কোনও টাকা দেবেন না। এরপর তিনি প্রশ্ন তোলেন, এত তাড়াহুড়ো কিসের? সুপ্রিম কোর্টের রায়ের পর কোনও রকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়াই কেন তড়িঘড়ি এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল?

সোমবার শুনানির প্রথমার্ধে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য রাজ্যের বিরোধিতা করে সওয়াল করেন। বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, দুর্নীতিকে সমর্থন করার জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এমনকি রাজ্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অমান্য করে নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেন।

 

শুনানির দ্বিতীয়ার্ধে বিচারপতি সিনহা রাজ্যের আইনজীবী জেনারেল কিশোর দত্তের কাছে জানতে চান, “ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫- এর আওতায় যারা ভাতা পাবেন তাঁরা কি বাড়িতে বসেই টাকা পাবেন, না কিছু কাজ করে তবে এই ভাতা পাবেন?” যদিও রাজ্যের তরফে জানানো হয়, এটা স্কিমের অন্তর্ভুক্ত বিষয়। বিশেষ খাত থেকে এই টাকা বরাদ্দ করা হয়। এরপরেই বিচারপতি সিনহার প্রশ্ন, “২০ এবং ১৫ হাজার টাকার অঙ্কটা কী ভিত্তিতে নির্ধারিত করলেন? কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন? অতীতে কোন কোন ঘটনায় এরকম আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল? সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এঁরা টাকা পেতে থাকবেন?”

এর পর বিচারপতি সিনহা রাজ্যের আইনজীবীকে বলেন, “এখনই টাকা দেবেন না”। শুনানি শেষে স্থগিত রাখলেন রায়দান। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা।

 

আজকের খবর