রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
নিরীহ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দেখালেও, এর আড়ালে চলছিল এক ভয়ঙ্কর অন্ধকার জগতের কারবার। পানিহাটির এক তরুণীর উপর অমানবিক অত্যাচারের ঘটনা ফাঁস হতেই মা শ্বেতা খান ওরফে ‘ফুলটুসি’ এবং তাঁর ছেলে আরিয়ানের বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ সামনে এসেছে। অভিযোগ উঠেছে, তারা সফট পর্ন শ্যুট, মধুচক্র এবং নীল ছবির শুটিংয়ের এক বিশাল কারবার ফেঁদে বসেছিল।
পানিহাটির ওই তরুণীকে কাজের টোপ দিয়ে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে শ্বেতা ও আরিয়ানের বিরুদ্ধে। এমনকি, খুনের চেষ্টার অভিযোগও রয়েছে। কোনোমতে মা-ছেলের খপ্পর থেকে পালিয়ে প্রাণে বেঁচেছেন এই তরুণী।
অভিযোগকারীরা জানাচ্ছেন, শ্বেতা এবং আরিয়ান ‘প্রোডাকশন হাউস’ খুলে অল্পবয়সীদের ছবিতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে প্রলুব্ধ করতেন। কিন্তু আদতে তাদের দিয়ে সফট পর্ন ভিডিও বানাতেন। এমনকি, অনেককে জোর করে দেহব্যবসায় নামানো হত বলেও অভিযোগ। নির্যাতিতা তরুণীর মায়ের বিস্ফোরক অভিযোগ: “পরিবারের হাল ফেরাতে মেয়ের কাজের দরকার ছিল। মেয়েকে দিয়ে খারাপ খারাপ কাজ করাতে চাইত ওরা। মেয়েকে রড দিয়ে মারধর করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে।”
এই ‘ফুলটুসি’ ওরফে শ্বেতা খান স্থানীয়ভাবে বেশ পরিচিত। তিনি ‘ইশারা এন্টারটেইনমেন্ট’ নামে একটি প্রোডাকশন হাউস চালান, যার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। এই চ্যানেলে অসংখ্য মিউজিক ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে ফুলটুসি নিজেই অভিনয় করেছেন। অভিযোগ উঠেছে, এই ভিডিওগুলি আদতে সফট পর্ন ভিডিও।

প্রতিবেশীরা জানিয়েছেন, এলাকায় ফুলটুসির যথেষ্ট দাপট ছিল। তাদের আরও দাবি, মা-ছেলে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির আড়ালে একটি সেক্স র্যাকেট চালাত।
আরও ভয়াবহ অভিযোগ: আত্মহত্যার ঘটনা ও পলাতক অভিযুক্তরা
শুধু তাই নয়, শ্বেতার এক মেয়ের কাহিনিও সামনে এসেছে। স্থানীয়দের একাংশের দাবি, ইশিকা নামের সেই মেয়েটিকেও মা ও দাদা দুষ্কর্ম করতে চাপ দিত, যার ফলে সে আত্মহত্যা করে।

পানিহাটির তরুণীর ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে ডোমজুড়ের এই মা-ছেলে বর্তমানে পলাতক। এদিকে, পুলিশ এই গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে।
হাসপাতালে ভর্তি নির্যাতিতা তরুণী তাঁর উপর চালানো অত্যাচারের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার বুকের কাছে কাটারি দিয়ে কেটে দেওয়া হয়েছে, সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে, রড দিয়ে মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে, মাথায় লোহার রডের আঘাত লেগেছে এবং তার কোমরও ভেঙে দেওয়া হয়েছে।