সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
মহেশতলায় সাম্প্রতিক অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত দোকান ও পরিবারগুলিকে সব ধরনের সাহায্য করতে হবে। তার জন্য কোন রকম বাছ বিচার করা যাবে না। রাজনৈতিক দল এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়াতে হবে। স্থানীয় সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ পাওয়ার পরই শনিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানগুলির তালিকা তৈরি শুরু করলেন তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরা।
সাম্প্রতিক অশান্তির ক্ষতচিহ্ন এখনও স্পষ্ট মহেশতলায়। এই আবহে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়ির মালিকদের সবরকম সাহায্যের জন্য তিনি অবিলম্বে নির্দেশ জারি করেছেন। এই বার্তাই দলের নেতাকর্মীদের কাছে পৌঁছে দিয়েছেন সাংসদ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের অংশ মহেশতলা। গত সপ্তাহের অশান্তিতে একাধিক দোকান ও বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে অভিষেক স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশ দেন। তৃণমূল সূত্রে জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছেন, কারোর যাতে কোনওরকম অভাব না হয়, আর দলীয় স্তর থেকেই তা নিশ্চিত করতে বলেছেন তিনি। এলাকার সংগঠনের সদস্যদের দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। সূত্রের খবর, এ ব্যাপারে একজনও যেন যথাযথ সাহায্য থেকে বঞ্চিত না হন, তা স্পষ্ট করে দলের কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে এলাকার শান্তি, সম্প্রীতি অক্ষুন্ন রাখার বার্তাও দেওয়া হচ্ছে।
গত সপ্তাহে মহেশতলায় উত্তেজনা ছড়িয়েছিল। রবীন্দ্রনগর থানার কাছাকাছি এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হন একাধিক পুলিশকর্মী। র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। বর্তমানে এলাকা শান্ত থাকলেও, স্থানীয়দের অভিযোগ, বহু দোকান ও বাড়ির দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সাংসদ নিজে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলে খবর।

শুধু তাই নয় তৃণমূল সূত্রে জানা গিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয় থেকে মহেশতলা এ শান্তি ফেরানোর জন্য অত্যন্ত সতর্কভাবে গোটা বিষয়টির উপরে নজর যেমন রাখা হচ্ছে ঠিক তেমনভাবেই পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও মহেশতলার ক্ষতিগ্রস্ত পরিবার গুলির সঙ্গে দেখা করতে যেতে পারেন।