ব্রেকিং
Latest Posts
  • Home /
  • অটোমোবাইল /
  • Cheapest Electric Scooter Ather Energy : ভারতের বাজারে সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার! Ola-Bajaj-কে টেক্কা দিচ্ছে এই সেরা ব্র্যান্ড

Cheapest Electric Scooter Ather Energy : ভারতের বাজারে সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার! Ola-Bajaj-কে টেক্কা দিচ্ছে এই সেরা ব্র্যান্ড

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। ভারতের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক Ather Energy খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে তাদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার। এই নতুন স্কুটারটির ডিজাইন ইতিমধ্যেই পেটেন্ট নেওয়া হয়েছে এবং সূত্র অনুযায়ী এটি বর্তমান Rizta মডেলের চেয়েও কম....

Cheapest Electric Scooter Ather Energy : ভারতের বাজারে সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার! Ola-Bajaj-কে টেক্কা দিচ্ছে এই সেরা ব্র্যান্ড

  • Home /
  • অটোমোবাইল /
  • Cheapest Electric Scooter Ather Energy : ভারতের বাজারে সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার! Ola-Bajaj-কে টেক্কা দিচ্ছে এই সেরা ব্র্যান্ড

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। ভারতের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক Ather Energy খুব শীঘ্রই বাজারে আনতে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

ভারতের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক Ather Energy খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে তাদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার। এই নতুন স্কুটারটির ডিজাইন ইতিমধ্যেই পেটেন্ট নেওয়া হয়েছে এবং সূত্র অনুযায়ী এটি বর্তমান Rizta মডেলের চেয়েও কম দামে পাওয়া যাবে।

এর ফলে Ola S1X এবং Bajaj Chetak-এর মতো জনপ্রিয় মডেলগুলোর সঙ্গে Ather-এর সরাসরি প্রতিযোগিতা তৈরি হবে।

নতুন স্কুটার: ডিজাইন এবং ফিচার

পেটেন্টে দেখা গিয়েছে এই স্কুটারে থাকবে একটি আয়তাকার হেডলাইট ইউনিট, যার চারপাশে থাকবে কাস্টম কাফন ডিজাইন। হেডলাইটে থাকছে দুটি LED ইউনিট এবং ডে-টাইম রানিং লাইট (DRL)। বিশেষ দিক হল, এটিই হবে Ather-এর প্রথম স্কুটার যেখানে হ্যান্ডেলবারে হেডলাইট থাকবে। স্কুটারটি তৈরি হবে নতুন EL প্ল্যাটফর্মে, যা আরও লাইটওয়েট, কস্ট-এফিশিয়েন্ট এবং পারফরম্যান্স-ফোকাসড।

দাম এবং সম্ভাব্য লঞ্চ

এই নতুন মডেলটি বর্তমান Rizta-এর নীচে প্রাইস রেঞ্জে থাকবে। এখন Rizta-এর এক্স-শোরুম মূল্য ১.১০ লক্ষ টাকা থেকে শুরু হয় এবং সর্বোচ্চ ১.৪৯ লক্ষ টাকা পর্যন্ত যায়। নতুন স্কুটারটির দাম ৯০,০০০ থেকে ১,০০,০০০ টাকার মধ্যে হতে পারে বলে মনে করা হচ্ছে।

ব্যাটারি ও রেঞ্জ

বর্তমানে Rizta-তে ২.৯ এবং ৩.৭ kWh ব্যাটারি অপশন রয়েছে। নতুন সাশ্রয়ী মডেলেও সম্ভবত থাকবে ২ kWh বা ২.৫ kWh ব্যাটারি প্যাক। একবার চার্জে রেঞ্জ হতে পারে ৯০ থেকে ১১০ কিমি।

চার্জিং টাইম: ৮০% চার্জ পেতে সময় লাগবে প্রায় ৪.৫–৫ ঘণ্টা

দ্রুত চার্জিং: অ্যাথার গ্রিড ব্যবহারে ১০ মিনিটে মিলতে পারে ১৫ কিমি রেঞ্জ

উৎপাদন কারখানা ও ভবিষ্যৎ পরিকল্পনা

Ather ইতিমধ্যেই মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে একটি বিশাল উৎপাদন কারখানা তৈরি করেছে যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১০ লক্ষ ইউনিট। এটি ১০০ একর জমির ওপর তৈরি হয়েছে এবং কোম্পানি পর্যায়ক্রমে ২০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে।

অ্যাথার-এর নতুন এই সাশ্রয়ী স্কুটারটি শুধু দামেই নয়, ডিজাইন এবং প্রযুক্তিতেও এক নতুন ধারা আনতে চলেছে। যাঁরা এখনও ইলেকট্রিক স্কুটার কেনার ব্যাপারে স্থির সিদ্ধান্ত নিতে পারেননি, তাঁদের জন্য এটি হতে পারে পারফেক্ট এন্ট্রি লেভেল অপশন। Ola এবং Bajaj-এর জন্য চাপে থাকা ইলেকট্রিক্যাল ভেহিক্যালস (EV) মার্কেটে অ্যাথার-এর এই পদক্ষেপ প্রতিযোগিতাকে আরও বাড়িয়ে তুলবে। তাই অপেক্ষায় থাকুন Ather-এর এই চিপেস্ট ইলেকট্রিক্যাল স্কুটার (cheapest electric scooter) লঞ্চ হওয়ার জন্য!

আজকের খবর