ব্রেকিং
  • Home /
  • লাইফ স্টাইল /
  • PM Suraksha Bima Yojana : মাত্র ২০ টাকাতেই ২ লক্ষ টাকার জীবন বীমা, এখনই করান পরিবারের সুরক্ষায়

PM Suraksha Bima Yojana : মাত্র ২০ টাকাতেই ২ লক্ষ টাকার জীবন বীমা, এখনই করান পরিবারের সুরক্ষায়

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। প্রধানমন্ত্রী বীমা সুরক্ষা যোজনার অধীনে, আপনি মাত্র ২০ টাকায় ২ লক্ষ টাকার বীমা পান। আসুন আমরা আপনাকে বলি কিভাবে আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। ভারত সরকার দেশের জনগণের জন্য বিভিন্ন ধরণের প্রকল্প পরিচালনা করে। বিভিন্ন....

PM Suraksha Bima Yojana : মাত্র ২০ টাকাতেই ২ লক্ষ টাকার জীবন বীমা, এখনই করান পরিবারের সুরক্ষায়

  • Home /
  • লাইফ স্টাইল /
  • PM Suraksha Bima Yojana : মাত্র ২০ টাকাতেই ২ লক্ষ টাকার জীবন বীমা, এখনই করান পরিবারের সুরক্ষায়

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। প্রধানমন্ত্রী বীমা সুরক্ষা যোজনার অধীনে, আপনি মাত্র ২০ টাকায় ২ লক্ষ টাকার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

প্রধানমন্ত্রী বীমা সুরক্ষা যোজনার অধীনে, আপনি মাত্র ২০ টাকায় ২ লক্ষ টাকার বীমা পান। আসুন আমরা আপনাকে বলি কিভাবে আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।

ভারত সরকার দেশের জনগণের জন্য বিভিন্ন ধরণের প্রকল্প পরিচালনা করে।

বিভিন্ন মানুষের বিভিন্ন চাহিদার কথা মাথায় রেখে সরকার এই প্রকল্পগুলি বাস্তবায়ন করে। আজকের সময়ে, ‘বীমা’ মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কখন মানুষের বীমার অর্থের প্রয়োজন হবে তা আগে ভাগে বলা যায় না। স্বাস্থ্য বীমা, জীবন বীমা সুবিধা ও প্রয়োজন অনুসারে মানুষ প্রয়োজনমত বীমা বেছে নেন।

অনেকের কাছে বীমার প্রিমিয়াম দেওয়ার মতো টাকা থাকে না। তাদের কথা চিন্তা করেই, দরিদ্র ও অভাবী মানুষদের জন্য সরকার বীমার সুবিধা প্রদান করে। আপনাদের জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী বীমা সুরক্ষা যোজনার আওতায় আপনি মাত্র ২০ টাকায় ২ লক্ষ টাকার বীমা পাবেন। আসুন আমরা আপনাদের বলি কিভাবে আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।

২০ টাকাতেই ২ লক্ষ টাকার বীমা
ভারত সরকারের প্রধানমন্ত্রী বীমা যোজনার অধীনে দুর্ঘটনা বীমা কভারেজ প্রদান করা হয়। এই সরকারি প্রকল্পটি দরিদ্র শ্রেণীর লোকেদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে, সরকার মাত্র ২০ টাকায় ২ লক্ষ টাকার কভারেজ প্রদান করে। এই প্রকল্পটি ২০১৫ সালে শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী বীমা যোজনার অধীনে, যদি কোনও পলিসিধারক দুর্ঘটনায় মারা যান। নমিনিকে সেই টাকা দেওয়া হয়। শুধু তাই নয়, যদি পলিসিধারক যদি দুর্ঘটনায় শারীরিক ভাবে অক্ষম হয়, তাহলেও তিনি সেই টাকা পাবেন। আপনাদের জানিয়ে রাখি যে দুর্ঘটনায় মৃত্যুর পর নমিনিকে ২ লক্ষ টাকা দেওয়া হয়। যদি ব্যক্তি আংশিক অক্ষম হয়, তাহলে ১ লক্ষ টাকা প্রদান করা হয়। যদি পলিসি যিনি করেছেন তিনি যদি দুর্ঘটনায় সম্পূর্ণ অক্ষম হয়। তাহলে তাকে ২ লক্ষ টাকা দেওয়া হয়।

আপনাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী বীমা সুরক্ষা যোজনায় বার্ষিক ২০ টাকা প্রিমিয়াম দিতে হবে। বীমা কভারের সময়কাল ১ জুন থেকে ৩১ মে পর্যন্ত। ১৮ থেকে ৭০ বছর বয়সী যেকোনো ভারতীয় নাগরিক এই স্কিমে আবেদন করতে পারবেন। এই স্কিমের ফর্মটি আপনার ব্যাঙ্কে বা নিকটতম কমন সার্ভিস সেন্টারে। এর প্রিমিয়ামের পরিমাণ অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কেটে নেওয়া হয়।

আজকের খবর