সুমন তরফদার। কলকাতা সারাদিন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর চিকিৎসকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতালের পাশাপশি বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরাও থাকবেন বৈঠকে। থাকবেন চিকিৎসক পড়ুয়ারাও। ধনধান্য অডিটোরিয়ামে ২৪ ফেব্রুয়ারি এই বৈঠক। স্টেট গ্রিভান্স সেলের বক্তব্য, মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা এই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলের তরফে জানানো হল, আগামী ২৪ ফেব্রুয়ারি আলিপুরের ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে হবে মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী ও চিকিৎসকরা। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘চিকিৎসার অপর নাম সেবা’।
আর জি কর আবহে চিকিৎসকদের একটা বড় অংশই আন্দোলনে নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছিলেন। অনেকে মুখ্যমন্ত্রীর ইস্তফাও দাবি করেন। বিশেষ করে আর জি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। এই আবহে পরিস্থিতি আরও খানিকটা স্বাভাবিক করে তুলতে এবার চিকিৎসকদের মনের কথা শুনতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করেন ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেল। উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ডাক্তার সৌরভ দত্ত। ছিলেন ডাক্তার যোগীরাজ রায়ও। এই সেলে থাকা সদস্যদের বক্তব্য, গত কয়েকমাসে তাঁরা অনেক অভিযোগ পেয়েছেন। সেগুলি শুনে তাঁদের মনে হয়েছে জুনিয়র, সিনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর একবার সাক্ষাতের প্রয়োজন রয়েছে। সকলের কথা শোনার প্রয়োজনীয়তা রয়েছে। সে কারণেই তাঁরা এই প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে রাখেন। মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত সেই প্রস্তাব গ্রহণ করেছেন। আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, শিক্ষক, জুনিয়র চিকিৎসক, পড়ুয়াকে। জেলা হাসপাতাল ও ব্লক হাসপাতালগুলির চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা এই বৈঠকে যোগ দিতে পারবেন।
স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলের তরফে চেয়ারম্যান ডাক্তার সৌরভ দত্ত জানান, ‘চিকিৎসার অপর নাম সেবা’ – এই শীর্ষ একটি অনুষ্ঠান হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। আর জি কর আবহে রাজ্য সরকারের সঙ্গে তাঁদের সাময়িক দূরত্ব ঘোচাতে মনের কথা শুনবেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে কেউ ব্রাত্য নন। আন্দোলনকারী চিকিৎসকরাও আমন্ত্রণ পাচ্ছেন। অনুষ্ঠানে যোগ দিতে পারেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররাও। তাঁদের কথাও শুনবেন মমতা। তবে এখনও এই বৈঠক নিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের তরফে কিছু জানানো হয়নি।