সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাম্প্রতিক সময়ে বিজেপির অন্দরমহলে তাঁর ভূমিকা কমে যাওয়া, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব এবং রাজ্য রাজনীতিতে সক্রিয়তা কমে আসার ফলে রাজনৈতিক মহলে জোর চর্চা— তবে কি তিনি দলবদলের পথে হাঁটতে চলেছেন? গুঞ্জন, এবার কি তৃণমূলে যোগ দেবেন দিলীপ ঘোষ?
দিলীপ ঘোষ যদিও এই বিষয়ে সরাসরি কিছু বলেননি, তবে সম্প্রতি একাধিক মন্তব্যে ইঙ্গিত দিয়েছেন তাঁর অস্বস্তির কথা। তিনি বলেছেন, “আমি দীর্ঘদিন দলের জন্য লড়াই করেছি। কিন্তু এখন মনে হচ্ছে, অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে।”
এই মন্তব্যের পরেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এটা একটি স্পষ্ট বার্তা যে দিলীপ ঘোষ বিজেপিতে নিজেকে ‘অবাঞ্ছিত’ মনে করছেন।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কোনও সরাসরি আমন্ত্রণ এখনও প্রকাশ্যে আসেনি, কিন্তু দলবদলের এই জল্পনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। অন্যদিকে, বিজেপির রাজ্য নেতৃত্ব এখনো দিলীপ ঘোষের বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ।

বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষের একটি নির্দিষ্ট জনভিত্তি রয়েছে। তিনি একাধিকবার লোকসভা ও রাজ্য রাজনীতিতে দলের হয়ে শক্তিশালী ভূমিকা নিয়েছেন। সেক্ষেত্রে তাঁর দলবদল করলে তৃণমূলও লাভবান হতে পারে—এমনটাই মনে করছেন অনেকে।
দিলীপ ঘোষ আদৌ তৃণমূলে যাবেন কি না, তা সময় বলবে। তবে বর্তমান পরিস্থিতি বলছে, বঙ্গ রাজনীতিতে আরও বড় চমক আসতে চলেছে।