প্লাবিত এলাকার জল দেখতে গিয়ে জলে পড়ে মৃত্যু হল এক শিশুর।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পটাশপুর এক ব্লকের অমরপুর গ্রামে। ওই গ্রামের গুরুপদ দাস অধিকারীর পুত্র দেবশঙ্কর দাস অধিকারী (১০)জলে পড়ে মৃত্যু হয় বুধবার।
সেদিন পরিবারের কাউকে না জানিয়ে দেবশঙ্কর বন্যা প্লাবিত এলাকা দেখার জন্য গিয়েছিল। সাঁতার জানতোনা সে জলে পড়ে গেলে তাকে জলের স্রোতে টেনে নিয়ে যায় পটাশপুর পর্যন্ত। পটাশপুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।বৃহস্পতিবার বিধ্বস্ত মন ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে পটাশপুর থানার অন্তর্গত অমরপুর গ্রামে গুরুপদ দাস অধিকারীর পুত্র, পরিবারের গিয়ে সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন।
পটাশপুর এক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পীযূষ কান্তি পন্ডা বলেন বন্যার ভয়াবহ স্রোতে তার পুত্র দেবশঙ্কর দাস অধিকারীর অকালমৃত্যু আমাদের সকলকে শোকস্তব্ধ করে দিয়েছে। এই অপূরণীয় ক্ষতি কোনো কথায় পূরণ করা সম্ভব নয়।এই দুর্বিষহ সময়ে আমরা পরিবারটির পাশে দৃঢ়ভাবে রয়েছি এবং তাদের প্রতি সকল প্রকার সাহায্য ও সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন তিনি।
কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পন্ডার সঙ্গে উপস্থিত ছিলেন পটাশপুর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় পট্টনায়ক,ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুনীল জানা এবং অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ।
পীযুষ বাবু আরো বলেন আমরা নিশ্চিত করতে চাই, বন্যা দুর্গতদের সহায়তায় আমাদের প্রতিটি প্রচেষ্টা অব্যাহত থাকবে।এখন আমাদের প্রার্থনা শুধু একটাই—শিশুটির আত্মা যেন শান্তি পায় এবং তার শোকার্ত পরিবার ঈশ্বরের কাছ থেকে অগাধ শক্তি ও ধৈর্য লাভ করে। আমরা সকলে একত্রিত হয়ে এই কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়িয়ে আছি, যেন এ ধরনের বেদনাদায়ক ঘটনা আর কোনো পরিবারের জীবনে নেমে না আসে।