রঞ্জন মাহাতো। কলকাতা সারাদিন।
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়বেতা অডিটোরিয়ামে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা খড়্গপুর গ্রামীনের বিধায়ক দীনেন রায় ,গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা, তৃণমূল যুব কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি নির্মাল্য চক্রবর্তী ও মহিলা তৃণমূল কংগ্রেসের জেলার সভানেত্রী মামনি মান্ডি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ ,জেলা পরিষদের সদস্য অসীম ওঝা, গড়বেতা ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেবাব্রত ঘোষ, গড়বেতা এক রক্ত তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায় সহ তৃণমূল কংগ্রেসের ও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা।
তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের মঞ্চে গিয়ে গড়বেতা এক ব্লকের বিভিন্ন অঞ্চলের বিজেপি ও সিপিএম দলের প্রায় ৩ শতাধিক কর্মী ও সমর্থক দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন অনুষ্ঠানের উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। সেই সঙ্গে বিজেপি দল ও সিপিএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার সকলকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে উপস্থিত সকলকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা শুভ বিজয়ার শুভেচ্ছা জানান এবং আগাম কালী পূজা ও দীপাবলীর শুভেচ্ছা জানান। সেই সঙ্গে দলের প্রতিটি কর্মী ও সমর্থককে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই পাড়ায় পাড়ায় গিয়ে কাজ শুরু করার আহ্বান জানানো হয়।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ মেনে দলের প্রতিটি কর্মীকে এখন থেকেই বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনার নির্দেশ দেওয়া হয়।

সেই সঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আরো বেশি ভোটে গড়বেতা বিধানসভা কেন্দ্র থেকে দলের প্রার্থীকে জয়ী করার জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।