রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে এখন থেকেই রাজ্য রাজনীতিতে গুঞ্জন তুঙ্গে। টলিপাড়ার তারকা মুখদের নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা।
২০২১ সালের মতো আগামী নির্বাচনেও তৃণমূল কংগ্রেস (TMC) একাধিক তারকা মুখকে প্রার্থী করতে পারে বলে শোনা যাচ্ছে। এই তালিকায় এবার উঠে এসেছে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তৃণা সাহার নাম।
অনেকের মতে, তৃণা সাহা হতে পারেন Trina Saha TMC 2026 Election-এর তুরুপের তাস।

তৃণা সাহা বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’-এ অভিনয় করছেন। ধারাবাহিকটি বর্তমানে টিআরপি তালিকায় শীর্ষে। বহু বছর ধরে ধারাবাহিকের দুনিয়ায় তৃণার জমাট উপস্থিতি তাঁকে ছোটপর্দার একটি জনপ্রিয় মুখ করে তুলেছে। ফলে রাজনৈতিক মহলের ধারণা, তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইতে পারে শাসক দল।
মমতার ঘনিষ্ঠতা ও রাজনৈতিক ইঙ্গিত
শুধু টেলিভিশনের জনপ্রিয়তাই নয়, তৃণার সঙ্গে তৃণমূলের সম্পর্কও নানা সময়ে প্রকাশ্যে এসেছে। তাঁর বিয়েতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বিভিন্ন শাসক দলের অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছে। ফলে গুঞ্জনের পারদ আরও চড়েছে।
২০২১ সালেও শোনা গিয়েছিল, খড়দহ কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন তৃণা সাহা। যদিও শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি। তবে রাজনৈতিক মহলে তাঁর নাম বারবার আসায় অনেকেই ধরে নিচ্ছেন, ভবিষ্যতে হয়তো বড় চমক হতে চলেছেন তৃণা।

রাজনীতি নিয়ে মুখ খুললেন তৃণা সাহা
এই মুহূর্তে তৃণা সাহা একাধিক ধারাবাহিক, ব্র্যান্ড প্রমোশন ও সোশ্যাল মিডিয়া এনগেজমেন্টে ব্যস্ত। তাই রাজনৈতিক জল্পনা নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন অভিনেত্রী। তিনি The Wall-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, “আমার আপাতত রাজনীতিতে আসার কোনও ইচ্ছে নেই। আমি একজন স্ট্যামারার, প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করি। সেই জায়গা থেকে রাজনীতির মতো দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।”
তৃণা আরও জানান, “এই মুহূর্তে অভিনয়টাই আমার ফোকাস। রাজনীতি করার কোনও পরিকল্পনা নেই।”

ভবিষ্যতে কি দেখা যাবে?
তৃণা সাহার এই মন্তব্যের পর আপাতত তাঁর রাজনৈতিক ময়দানে পা রাখার সম্ভাবনা নেই বলেই মনে করছেন অনেকে। তবে টলিপাড়ার ঘনিষ্ঠমহলের মতে, রাজনীতিতে তারকা মুখ এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। ফলে তৃণার মত পরিচিত মুখ ভবিষ্যতে রাজনীতিতে এলেও অবাক হওয়ার কিছু থাকবে না।