রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
অভিনেত্রী আয়েশা শর্মা ফ্যানদের চমকে দেওয়ার মওকা পেলে তা কখনও হারান না। তাঁর বোল্ড ছবি পোস্ট হলেই ভাইরাল হয়ে যাওয়া এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়েছে।
অভিনেত্রী প্রায় সময়েই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন। তাঁকে বলিউডের সত্যমেব জয়তে দেখা গেছে।
অভিনেত্রী ১৮৮৯ সালের ২৫ জানুয়ারি ভাগলপুরে জন্মগ্রহণ করেন। এবার তাঁর সোশ্যাল মিডিয়ায় বোল্ড ছবি ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই প্রায় অবাক হয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় গ্ল্যামারাস লুকে বেশ মানিয়েছে আয়েশাকে। লাস্যময়ী চেহারায় তাঁকে বেশ সুন্দর দেখাচ্ছে। তিনি বরাবরই বোল্ড ছবির জন্য লাইম লাইটে থাকেন।
অভিনেত্রী নিজের ফটোশুটের কিছু ছবি সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যা দেখে লাখো পুরুষের ঘুম উড়ছে।
জিম থেকে শপিং, তিনি বোল্ড লুকেই ফ্যানদের সামনে আসেন। সম্প্রতি তিনি একটি ব্রা-লেস ছবি পোস্ট করেছেন। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে চলেছে।
ওই ছবিতে তিনি শুধুমাত্র আন্ডারওয়ারের উপর একটি মাস্টার্ড কালারের রাফাল্ড কোট পরে সামনে এসেছেন। লম্বা কোটটি উরুর কাছে গিয়ে শেষ হয়েছে।
তবে শরীরের প্রায় কিছুই ঢাকতে পারেনি তাঁর এই লেটেস্ট আউটফিট। ফলে পোশাক আছে কিংবা পোশাক নেই, যে কোনওভাবেই এই লুককে অভিহিত করতে পারেন তিনি।
তাঁর ওই ছবির উপর বোন নেহা শর্মা আগুনের ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন তাঁরা তৈরি। ফ্যানরাও খুব তারিখ করছেন। কেউ এনার্জেটিক, কেউ সুন্দরী, কেউ হট বলে কমেন্ট করে চলেছেন।
এর আগেই তিনি ফ্যানদের জন্য নানা রূপে এসে চমক সৃষ্টি করেছেন। ফ্যানদের নানা বিভঙ্গে ঘুম উড়িয়েছেন আয়েশা। তাই তাঁর নতুন ছবি পোস্ট মানেই ভক্তকূলের কাছে নতুন খোরাক।
কিছুদিন আগে আয়েশা তাঁর বিকিনি ও ওভারকোট পরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি পোস্ট করেছিলেন। খোলা মাঠে শুয়ে শরীরের ৮০ শতাংশ অনাবৃত করে দিয়েছিলেন। যা ফ্যানরা চেটেপুটে উপভোগ করেছিলেন।
কখনো নেটের কালো পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী। একটি নীল পোশাকে বেশ সুন্দর চাউনিতে চেয়ে আছেন অভিনেত্রী। যা দেখে অনেক অনুগামীদের মন মজছে।
ওই ছবি ইন্টারনেটে তহেলকা শুরু করে দিয়েছিল। আয়েশার গরমাগরম ছবি, ফ্যানদের কাছে কোনও ট্রিট এর চেয়ে কম নয়। তাই আয়েশার স্টাইল ও বোল্ড লুকের অপেক্ষায় থাকেন তামাম ফ্যান।
সম্প্রতি ছোট বোন আয়েশার সঙ্গে ফোটোশ্যুট করলেন অভিনেত্রী নেহা শর্মা। তারই একটি ছবিতে উত্তাল নেটপাড়া। দুই বোনের সম্পর্ককে সমকামের সংজ্ঞায় ফেলতে ব্যস্ত নেটাগরিকরা।
ছবিতে দেখা যাচ্ছে, নেহা ও আয়েশা যথাক্রমে সাদা-কালো এবং কালো পোশাক পরে রয়েছেন। একে অপরের পায়ে পা রেখে ছবি তুলেছেন। এক ঝলকে বোঝা দায়, কোন পায়ের মালিক কে। কিন্তু ছবির শৈল্পিক দোষ-গুণের দিকে নজর নেই কারও। নেটাগরিকদের মন্তব্য দেখলে মনে হবে যেন তাঁরা বসে রয়েছেন কুমন্তব্য করার জন্যই।
কেউ বললেন, ‘তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক রয়েছে বলে মনে হচ্ছে।’ কারও মতে, তাঁরা সমকামী। দু’এক জন আবার সমকামী শব্দটি উচ্চারণ করতেও বাধাপ্রাপ্ত হলেন, যেন তা কোনও অশ্লীল শব্দ। কেউ আবার তাঁদের মা-বাবার সম্পর্কে কুৎসিত কথা বললেন।

নিজের বোনের সঙ্গে ছবি দিলেও মানুষের কুনজর থেকে বাঁচার উপায় নেই ভারতবর্ষের নায়িকাদের?