শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
মধ্যরাতের নীল আলো, জলের ওপর নরম ঢেউ—আর সেই ফ্রেমে ধীরে হেঁটে আসছেন Sonam Shetty। ক্যামেরা থামে, আলো জমে, আর মুহূর্তেই পুলসাইড বদলে যায় হাই-ফ্যাশন রানওয়েতে। নতুন ভাইরাল ছবিগুলোতে সনম যে শুধু সাহসী নন, তিনি আত্মবিশ্বাসী, গ্ল্যামারাস এবং অনায়াসে নজরকাড়া।
এই ভিজ্যুয়ালগুলোতে সনম শেট্টির উপস্থিতি একেবারেই সিনেম্যাটিক। Dagalty, Sadhuram 2 কিংবা মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার কাজের মতোই এখানে তিনি স্ক্রিন-প্রেজেন্সে ভরপুর—তবে একেবারে আধুনিক ধারায়, ফ্যাশন-ফরোয়ার্ড অ্যাটিটিউডে।
Disha Patani Fashion : ডিপ নেক কালো পোশাকে শীতের রাতে উষ্ণতা ছড়ালেন Bollywood Actress দিশা পাটানি
সনম শেট্টির লুকের কেন্দ্রে রয়েছে একটি স্লিক black bikini—চিরকালীন ক্লাসিক, যা মুহূর্তে মুড বদলে দেয়।
হল্টার-স্টাইল টপে সোনালি মেটালিক কানেক্টর যোগ করেছে লাক্স টাচ, আর শরীরের Curves গুলোকে করেছে আরও শার্প। ফিটিং নিখুঁত—স্ট্রাকচার্ড, এলিগ্যান্ট, এবং নিঃসন্দেহে আত্মবিশ্বাসী।
Srushti Bannatti’s Bold Outfit Brings Modern Glam to the Spotlight
এর সঙ্গে জুড়ে গেছে স্ট্রাইপড sarong—অ্যাসিমেট্রিক ড্রেপে কোমরের চারপাশে আলতো করে বাঁধা।
ব্লাশ পিঙ্ক, মিউটেড গ্রে আর চারকোলের নরম প্যালেট ডিপ ব্ল্যাকের সঙ্গে কনট্রাস্ট তৈরি করে এক ধরনের খেলাচ্ছল্যপূর্ণ ছন্দ। ফলাফল—স্টাইলিশ, ফ্লার্টি, কিন্তু কখনোই অতিরিক্ত নয়।
এই লুককে সত্যিকারের শক্তি দেয় সনমের চলন। ধীর, নিয়ন্ত্রিত হাঁটা—রানওয়ে-অনুপ্রাণিত গ্লাইড—প্রতিটি ফ্রেমে বাড়িয়ে তোলে আকর্ষণ।
ডিফাইন্ড ওয়েস্টলাইন, স্কাল্পটেড শোল্ডার, আর নিখুঁত পোস্টার—সব মিলিয়ে প্রতিটি শট যেন প্রিমিয়াম ফ্যাশন ফিল্মের স্টিল।
ক্লোজ-আপে জল থেকে উঠে আসার মুহূর্তে ত্বকে নরম শাইন—এক ধরনের wet-glamour ফিনিশ। স্মোকি আইলাইনারে ঘেরা চোখ সরাসরি ক্যামেরার দিকে, চিবুকের সামান্য টিল্ট, কলারবোনে জলের রেখা—সবকিছু মিলিয়ে গ্লসি ম্যাগাজিন-রেডি ক্যারিশমা।
মনোক্রোম সুইম লুকে প্রাণ যোগ করেছে উজ্জ্বল orange statement earrings—জ-লাইনকে হাইলাইট করে এনে দিয়েছে পার্সোনালিটি পপ।
এটা শুধু বিকিনি বা সারং নয়।
এটা একটা মুড—সিনেম্যাটিক মিস্ট্রি, মডেল-লাইক কনফিডেন্স আর স্টার-কোয়ালিটি এলিউরের মিশেল। এই লুক অনায়াসে মানিয়ে যায় লাক্সারি রিসর্ট শ্যুট, হাই-ফ্যাশন সুইম ক্যাম্পেইন বা নিও-নোয়ার ফিল্মের গানেও।
সিনেমার সঙ্গে সংযোগ
পরদায় Sonam Shetty-র এলিগ্যান্ট, কম্পোজড চার্ম আমরা আগেও দেখেছি। এই ছবিগুলো সেই পরিচিত সত্তারই এক গ্ল্যামারাস এক্সটেনশন—রিফাইন্ড, স্টাইলিশ, আর অস্বীকার্য আকর্ষণে ভরপুর।
কালো বিকিনির গ্ল্যামারে ভেজা রাত, তীক্ষ্ণ দৃষ্টি আর সাহসী স্টাইল—পুলসাইডে সনম শেট্টি যেন সত্যিই এক হিটওয়েভ।
দেখেই প্রশ্ন জাগে—এই আগুনে কে না পুড়বে?