ব্রেকিং
  • Home /
  • স্পোর্টস কর্ণার /
  • Paralympics 2024 : প্যারিসে ইতিহাস, প্যারালিম্পিক্সে সর্বকালের সর্বোচ্চ পদকজয় ভারতের

Paralympics 2024 : প্যারিসে ইতিহাস, প্যারালিম্পিক্সে সর্বকালের সর্বোচ্চ পদকজয় ভারতের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। সর্বকালের সবথেকে বড়, ৮৪ জনের ভারতীয় অ্যাথলিট এবারের প্যারালিম্পিক্সের জন্য কোয়ালিফাই করেছিলেন। আশা ছিল প্যারালিম্পিয়ানের সংখ্যা বাড়ায় পদক সংখ্যাও বাড়বে। তৈরি হবে ইতিহাস। ঠিক তেমনটাই ঘটল প্যারিসে (Paris Paralympics 2024)। টি৬৩ হাই জাম্প বিভাগে জোড়া পদক....

Paralympics 2024 : প্যারিসে ইতিহাস, প্যারালিম্পিক্সে সর্বকালের সর্বোচ্চ পদকজয় ভারতের

  • Home /
  • স্পোর্টস কর্ণার /
  • Paralympics 2024 : প্যারিসে ইতিহাস, প্যারালিম্পিক্সে সর্বকালের সর্বোচ্চ পদকজয় ভারতের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। সর্বকালের সবথেকে বড়, ৮৪ জনের ভারতীয় অ্যাথলিট এবারের প্যারালিম্পিক্সের জন্য কোয়ালিফাই করেছিলেন।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

সর্বকালের সবথেকে বড়, ৮৪ জনের ভারতীয় অ্যাথলিট এবারের প্যারালিম্পিক্সের জন্য কোয়ালিফাই করেছিলেন। আশা ছিল প্যারালিম্পিয়ানের সংখ্যা বাড়ায় পদক সংখ্যাও বাড়বে। তৈরি হবে ইতিহাস। ঠিক তেমনটাই ঘটল প্যারিসে (Paris Paralympics 2024)। টি৬৩ হাই জাম্প বিভাগে জোড়া পদক আসতেই তৈরি হল সর্বকালীন ইতিহাস।

সোমবার ভারতের ঝুলিতে এসেছিল মোট আটটি পদক, আর ঠিক তার পরের দিনই পদক সংখ্যার নিরিখে ইতিহাস গড়ে ফেলল ভারত। প্যারালিম্পিক্সের ষষ্ঠ দিনে সোনা না জিতলেও, মোট পাঁচটি পদক এল ভারতের ঝুলিতে। জ্যাভলিন থ্রো এবং হাই জাম্পো দুই জোড়া পোডিয়াম ফিনিশ করলেন ভারতীয় অ্যাথলিটরা। এর ফলে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ২০। টোকিওয় ভারত মোট ১৯টি পদক জিতেছিল। এতদিন প্যারালিম্পিক্সে এটাই ছিল ভারতের রেকর্ড। তবে সেই রেকর্ড ভেঙে ফেললেন প্যারালিম্পিয়ানরা।

অবশ্য টোকিওয় ভারতের ঝুলিতে মোট পাঁচ সোনা এসেছিল, সেইদিক থেকে এখনও পিছিয়েই ভারত। প্যারিসে আপাতত তিনটি সোনা জিতেছেন ভারতীয় প্যারালিম্পিয়ানরা। তবে সপ্তম দিনেই পাঁচ সোনা জয়ের রেকর্ড ভেঙে যেতে পারে।

এদিন ইতিহাস গড়লেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু (Mariyappan Thangavelu)। ২০১৬ সালে রিও প্যারালিম্পিক্সে সোনা জিতেছিলেন তিনি। টোকিওয় এসেছিল রুপো। এবার প্যারিসে ব্রোঞ্জ জিতে প্রথম ভারতীয় প্যারালিম্পিয়ান হিসাবে নাগাড়ে তিন প্যারালিম্পিক্সে তিন পদক জিতলেন মারিয়াপ্পান। হাই জাম্পের টি৬৩ বিভাগে ১.৮৫ মিটার লাফিয়ে জিতে নিলেন ব্রোঞ্জ। তবে সেই একই বিভাগে মারিয়াপ্পনকে ছাপিয়ে গেলেন স্বদেশীয় শরদ কুমার (Sharad Kumar)। ১.৮৮ মিটারের লাফে রুপো এল তাঁর ঝুলিতে। অল্পের জন্য চতুর্থ স্থানে শেষ করে পদক হাতছাড়া হয় শৈলেশ কুমারের।

অপরদিকে, অলিম্পিক্স হোক বা প্যারিলিম্পিক্স, জ্যাভলিন থ্রোয়ে ভারতীয়দের দৌরাত্ম্য অব্যাহত। প্যারিস অলিম্পিক্সে নাগাড়ে দ্বিতীয়বার অলিম্পিক্স পদক জিতেছেন নীরজ চোপড়া। প্যারালিম্পিক্সে ইতিমধ্যেই জ্যাভিলন ছুড়ে রেকর্ড গড়ে সোনা জিতে নিয়েছেন সুমিত আন্টিল। ফের একবার জ্যাভলিনেই পদক জিতল ভারত। তাও আবার জোড়া পদক। হাই জাম্পের মতোই জ্যাভলিন থ্রোয়ের এফ৪৬ বিভাগে রুপো ও ব্রোঞ্জ এল ভারতের কাছে। অজিত সিংহ (Ajeet Singh) ৬৫.৫২ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে জিতলেন রুপো, ৬৪.৯৬ মিটারে রুপো এল সুন্দর সিংহ গুরজরের (Sundar Singh Gurjar) দখলে। ৬১.৫৮ মিটার থ্রোয়ে এই বিভাগে পঞ্চম হন রিঙ্কু।

ভারতের হয়ে দিনের অপর পদকটি জেতেন দীপ্তি জীবনজি (Deepthi Jeevanji)। ২০ বছরের বিশ্বচ্যাম্পিয়ন স্প্রিন্টার মহিলাদের ৪০০ মিটার টি২০ ইভেন্টে ব্রোঞ্জ জেতেন। নিজের প্যারালিম্পিক্স অভিষেকে ৫৫.৮২ সেকেন্ডে নিজের দৌড় সম্পূর্ণ করেন দীপ্তি।

আজকের খবর