সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।
শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম, আকাশে বাতাসে এখন পুজো পুজো গন্ধ। আর মাত্র কয়েকটা দিন বাদেই বাঙালির সব চেয়ে বড় উৎসব দুর্গাপূজা (Durga Puja 2024) শুরু হবে। মহালার (Mahalaya) মধ্যে দিয়ে দুর্গা পূজার সূচনা হয়, এবছর মহালয়া পড়েছে ২ অক্টোবর। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয়, আক্ষরিক অর্থে এইদিন থেকেই দুর্গা পুজো শুরু হয়। পুরাণ মতে এই দিন থেকেই অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন দেবী দুর্গা।
মহালয়া শব্দটির অর্থ হল মহান আলয় বা আশ্রয়। দেবী দুর্গাকে মহান আলয় বা আশ্রয় হিসেবে ভাবা হয়, তাই মাতৃপক্ষের সূচনার দিনটিকে মহালয়া বলা হয়। মহালয়ার দিন পিতৃ পক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয়। এদিন আধার থেকে আলোর উত্তরণের লগ্নটি মহালয়া নামে পরিচিত।
আসুন জেনে নেওয়া যাক এবছর দুর্গাপুজোর দিনক্ষণ
চলতি বছর মহাপঞ্চমী – ৮ অক্টোবর (২১ আশ্বিন) মঙ্গলবার ।
মহাষষ্ঠী – ৯ অক্টোবর (২২ আশ্বিন) বুধবার৷
মহাসপ্তমী – ১০ অক্টোবর (২৩ আশ্বিন) বৃহস্পতিবার।
মহাষ্টমী – ১১ অক্টোবর (২৪ আশ্বিন) শুক্রবার।
মহানবমী- ১২ অক্টোবর (২৫ আশ্বিন) শনিবার।
মহাদশমী – ১২ অক্টোবর (২৫ আশ্বিন) শনিবার।
উল্লেখ্য, এই বছর মহানবমী এবং দশমী পঞ্জিকা মতে একই দিনে৷