বিজয় চন্দ্র দাস। নেত্রকোনা। বাংলাদেশ।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আজ সকাল ৯টায় কৃষি সেচযন্ত্রের বিদ্যুৎপৃষ্টে সাবেক সেনা সদস্যসহ দুই ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জাহিদুল ইসলাম নামে অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন এর শুনই গ্রামে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টায় কলমাকান্দা উপজেলার পোলা ইউনিয়নের শুনই গ্ৰামের শানু ফকিরের বাড়ির সামনে থাকা কৃষি সেচের মর্ডারে কারেন্টের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে দুই ব্যক্তি নিহত হন।
নিহতরা হলেন,,শুনই গ্রামের (ফকির বাড়ির) অবসরপ্রাপ্ত সেনাসদস্য রফিক ফকির (৫০) ও তার গৃহ কাজের ছেলে লোকমান মিয়া (২৪) পিতা- ফজু মিয়া ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ ফিরোজ হোসেন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আরেকজনের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।