জামবনি থানার মহিষামুড়া আই.সি.ডি.এস কেন্দ্র থেকে চুরি হয়ে যায় চাল ও ডাল। ঘটনায় অভিযোগ দায়ের হয় জামবনি থানায়। অভিযোগ পেয়ে জামবনি থানার পুলিশ তদন্তে নেমে রবিবার একজন কে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করার পর সোমবার জামবনি থানা এলাকা থেকে আরো তিনজনকে গ্রেফতার করে।
সোমবার এর ধৃত তিন জন হলেন জামবনি ব্লকের গদরাশোল গ্রামের বাসিন্দা প্রশান্ত কুমার মাহাতো ও মহিষামুড়া গ্রামের বাসিন্দা দীপক সহিস ও গৌতম মাহাতো। প্রসঙ্গত গত ৫ ই জানুয়ারি মহিষামুড়া আইসিডিএস সেন্টার থেকে চুরি হয় চাল ও ডাল। যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ওই আইসিডিএস সেন্টারে পক্ষ থেকে জামবনি থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে প্রথমে একজন কে ও পরে তিনজনকে গ্রেফতার করে। ওই চার জন গ্রেপ্তার হওয়ার ঘটনায় খুশি এলাকার বাসিন্দারা ধৃত চার জনকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। কি কারনে ঐ চার জন আই সি ডি এস সেন্টারে ঢুকে চাল ও ডাল চুরি করেছিল এবং চাল ও ডালের বস্তা তারা কোথায় রেখেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে।
সোমবার একজন কে পুলিশ আদালতে তুলে, তাকে ঝাড়গ্রাম আদালত এর ভারপ্রাপ্ত বিচারক চার দিন পুলিশ হেফাজতে রাখা নির্দেশ দেন। জামবনি থানার পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার ধৃত ওই তিন জন কে ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হলে ঝাড়গ্রাম জেলা আদালতের ভারপ্রাপ্ত বিচারক ওই তিনজনকে তিন দিন পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ হেফাজতে নেওয়ার পর চারজনকে একসঙ্গে বসিয়ে তদন্তের কাজ শুরু করেছে।