সুমন তরফদার। কলকাতা সারাদিন।
সিপিএমের রাজ্য সরকার সংসার থাকা আইনজীবী বিকাশ চন্দ্র ভট্টাচার্য ব্যক্তিত্ব আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা।
বিষ্ফোরক অভিযোগ তুলে বললেন আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের বিপুল অংকের টাকা তুলেছেন তিনি।
সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম না করে আজ তীব্র আক্রমণ করে মমতা বলেন, “কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন সারাক্ষণ, সব ব্যাপারে ইন্টারফেয়ার করেন, যদি আমি প্রশ্ন করি আপনি মেয়র থাকাকালীন কলকাতায় জল জমত কেন চারদিন?”
এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের থেকে এত টাকা নিয়েছেন কেন? কথায় কথায় আদালত। আর কোর্ট মানেই তো…কাল সুপ্রিম কোর্টের নির্দেশ শুনেছেন তো। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। বিচার খারাপ হোক চাই না, আমাদের পক্ষেও দেওয়ার দরকার নেই। কিন্তু বিচারের বাণী যেন নীরবে না কাঁদে। মানুষ যেন বিপদে না পড়েন।”