শোভন গায়েন। কলকাতা সারাদিন।
ফের জগদ্দলে বোমাবাজি। উঠল গুলি চলার অভিযোগও। অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাড়ির অভিযোগ। বারাকপুরের প্রাক্তন সাংসদ জখম হয়েছেন। তাঁর দাবি, শুক্রবার সকালে অর্জুন সিং নিজের বাসভবনের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় হঠাৎই তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ও বোমাবাজি করা হয় বলেই অভিযোগ। এই ঘটনায় কাঠগড়ায় স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং ও তাঁর দলবল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।
শুক্রবার সকালে অর্জুন সিং বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা ইট, বোমা ও গুলি চালায় বলে অভিযোগ। জগদ্দলের মেঘনা মোড়ে উত্তেজনা ছড়ায়। বোমার স্পিন্টার তাঁর পায়ে লাগে বলেই অভিযোগ। তৃণমূল নেতা নমিত সিং ও তাঁর দলবল এই কাজ করেছে বলেই দাবি প্রাক্তন সাংসদের। অর্জুন সিং বলেন, “২০-২৫ জন পুলিশকর্মী ছিলেন। তাঁদের সামনেই বোমা ছোড়া হয়। কয়েকজন পুলিশকর্মীকেও হামলাকারীরা ধাক্কাধাক্কি করেছে।” তিনি আরও বলেন, “নমিতের সঙ্গে এনআইএ মামলার কয়েক জন আসামিও আজ আমার বাড়িতে হামলা চালায়।”
এই ঘটনায় এবার সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আর আজ সকালেই অর্জুন সিং ওই বোমা হামলার একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন জানিয়েছেন, “আমি বাড়ির মধ্যে থাকাকালীন আমার বাড়িতে বোমা ছোঁড়া হয়েছে। একই সঙ্গে ছোঁড়া হয়েছে ইট, গুলিও চলেছে। আমার নিরাপত্তা রপ্তির ওপরও হামলা চালানো হয়েছে পাশাপাশি বিধায়কের উপরও হামলা চালানো হয়েছে। পুলিশের সামনে এই গোটা ঘটনা ঘটেছে। লড়াই আমাদের লড়তে হবে। এই ঘটনা অমিত শাহজি কে জানাবো।” এবার অর্জুন সিং এর পোস্ট করা ওই ভিডিও শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু নিজের এক্স হ্যান্ডেলে ওই ভিডিও পোস্ট করে লিখেছেন,”আজ সকালে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পার্টির সাথে যুক্ত বিশিষ্ট গুন্ডা এবং বিখ্যাত বিরোধী বিজেপির সিনিয়র নেতা ও প্রাক্তন এমপি শ্রী অর্জুন সিং এর বাড়িতে হামলা চালায়। ভাটপাড়া, উত্তর ২৪ পরগণা জেলায়। এমনকি তারা অপরিশোধিত বোমা নিক্ষেপ করেছে। যথারীতি পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে এবং অপরাধীদের আটকাতে তেমন কিছু করেনি।
এই জঘন্য অপরাধের জন্য অপরাধীদের শনাক্ত করতে এবং গ্রেপ্তারের জন্য এই ভিডিও ফুটেজই যথেষ্ট। আমি আশা করি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি অন্তত এই দুর্বৃত্তদের ধরার জন্য ভিজ্যুয়াল ব্যবহার করার চেষ্টা করবে।”
তবে এই ঘটনায় অর্জুন সিং নিজেই দায়ী বলে অভিযোগ করলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম, তিনি জানান,”এটা একটা মিথ্যে অভিযোগ যে বিধায়ক আর প্রাক্তন সাংসদের বাড়িতে হামলা। অর্জুন এ হামলার সাথে যুক্ত। ২০১৯ এও দেখা গেছে এই অঞ্চলে আগুন লাগিয়ে দিয়েছিল। এখন সেই অঞ্চলের বাড়িঘর যেগুলো আছে বিভিন্ন বাড়ি হচ্ছে তাদেরই কোন আত্মীয়র নামে। সেই ঘর খালি করানোর ঝামেলা। সেখানে যায় তারা মারধর করেই বোমা, ইট-পাটকেল ছুঁড়ে এবং এদিক থেকেও হয়তো কোন রকম চলে থাকে তারপরে অর্জুন নিজে হাতে চার রাউন্ড গুলি চালায়।”