ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • Bald Men Intelligent : “যাদের মাথায় চুল কম, বুদ্ধিও তাঁদের বেশি” যুক্তিতে টেকোদের সংবর্ধনা বিধায়ক শওকত মোল্লার, দিলেন উপহারও

Bald Men Intelligent : “যাদের মাথায় চুল কম, বুদ্ধিও তাঁদের বেশি” যুক্তিতে টেকোদের সংবর্ধনা বিধায়ক শওকত মোল্লার, দিলেন উপহারও

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। মাথায় টাক পড়া, ১০০ জনকে বুদ্ধিজীবী হিসেবে সম্বর্ধনা দিলেন সওকত মোল্লা (Saokat Molla)। উপহার স্বরূপ হাতে তুলে দিলেন নতুন পাঞ্জাবি, গোলাপ ফুল। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের কথায়, টাক মাথাতেই বুদ্ধি বেশি। তাই এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত।....

Bald Men Intelligent : “যাদের মাথায় চুল কম, বুদ্ধিও তাঁদের বেশি” যুক্তিতে টেকোদের সংবর্ধনা বিধায়ক শওকত মোল্লার, দিলেন উপহারও

  • Home /
  • কলকাতা /
  • Bald Men Intelligent : “যাদের মাথায় চুল কম, বুদ্ধিও তাঁদের বেশি” যুক্তিতে টেকোদের সংবর্ধনা বিধায়ক শওকত মোল্লার, দিলেন উপহারও

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। মাথায় টাক পড়া, ১০০ জনকে বুদ্ধিজীবী হিসেবে সম্বর্ধনা দিলেন সওকত মোল্লা (Saokat....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। 

মাথায় টাক পড়া, ১০০ জনকে বুদ্ধিজীবী হিসেবে সম্বর্ধনা দিলেন সওকত মোল্লা (Saokat Molla)। উপহার স্বরূপ হাতে তুলে দিলেন নতুন পাঞ্জাবি, গোলাপ ফুল। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের কথায়, টাক মাথাতেই বুদ্ধি বেশি। তাই এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত।

মাথায় চুল কম থাকলে অনেককে কতই না গঞ্জনা শুনতে হয়। বন্ধু-বান্ধব, বাড়ির লোক ঠাট্টা করে। পাড়া হোক থেকে সহকর্মীরা মজা করে প্রতিনিয়ত। কেউ কেউ বিজ্ঞাপনে প্রাভাবিত হয়ে ক্রিম লাগান। তো কেউ আবার নতুন চুল গজানোর আশ্বাসে ভরসা করে হাজার হাজার টাকা খরচ করেন।

কিন্তু টাক থাকলেই যে বুদ্ধি বেশি হয়, বুদ্ধিজীবী হয়, এমন ধারনা ভূ-ভারতে কারও ছিল কি না সন্দেহ আছে। কিন্তু শেষ অবধি এমনই সিদ্ধান্তে পৌঁছলেন দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের দাপুটে নেতা ও বিধায়ক সওকত মোল্লা!

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে মাথায় টাক থাকার জন্য ১০০ জনকে সংবর্ধিত করা হল! দাপুটে তৃণমূল বিধায়ক নিজে টাকের মালিকদের হাতে গোলাপ তুলে দিলেন, সঙ্গে পাঞ্জাবি। সেইসঙ্গে ঘটা করে জানালেন, টাক থাকার কী অপরিসীম গুরুত্ব।

ক্যানিং পূর্বের বিধায়ক বলেন, “আজকে বিশেষ করে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যে, যাদের মাথায় চুল কম, মানে মাথায় যাদের, মানে যেটাকে বোল্ড হেড বলি আমরা, যেটা টাক মাথা, এরকম মানুষ আছেন আমাদের দুটো অঞ্চলে প্রচুর মানুষ আছেন। যাদের মাথায় চুল কম, বুদ্ধিও তাঁদের বেশি হয়। সেই কারণে সেই সমস্ত মানুষজনকে আজকে আমার ডেকেছিলাম এবং আজকে বিজয়ার পরে তাঁদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সংবর্ধিত করেছি।আমাদের যাঁরা বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানীগুণী মানুষ আছেন, বা বয়জ্যেষ্ঠ মানুষ আছেন, তাঁদেরকে সংবর্ধিত করা এটাই হচ্ছে আমাদের মূল কাজ।”

বুধবার ক্যানিং পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়কের কার্যালয় থেকেই এই উপহার বিতরণ করেন সওকত মোল্লা।

এদিন তিনি বলেন, “প্রতিবছর কলকাতার রেড রোডে কার্নিভাল হয়। আমরা সবাই কার্নিভাল দেখি। এখন আবার শুনছি যেদিন কার্নিভাল হবে সেদিন আবার দ্রোহের কার্নিভাল হচ্ছে। মানে নতুন নতুন কিছু আবিস্কার হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। সেইকারণে আমরাও এটা একটা আজকে আমরা নতুনত্ব করলাম।”

আজকের খবর