রঞ্জন মাহাতো। কলকাতা সারাদিন।
বুধবার ইংরেজি নব বর্ষের প্রথমদিন ঝাড়গ্রাম ব্লকের সাপধরা, পুকুরিয়া কেঁউদিশোল সহ বিভিন্ন গ্রামে খাবারের সন্ধানে প্রবেশ করে দাপিয়ে বেড়ায় রামলাল নামক একটি পূর্ণ বয়স্ক দাঁতাল হাতি। যার ফলে নববর্ষের আনন্দ মাটি হয়ে যায় ওই গ্রামগুলিতে।
শান্ত স্বভাব এর রামলাল হলেও বুধবার ওই এলাকার গ্রামগুলিতে প্রবেশ করে সবজি চাষের জমিতে গিয়ে তান্ডব চালিয়ে বেশ কয়েক বিঘা জমির সবজি চাষ রামলাল নষ্ট করে দিয়েছে বলে ওই এলাকার বাসিন্দারা জানান। সেই সঙ্গে গ্রামবাসীদের আশঙ্কা যেকোনো সময় রামলাল ঘরে ঢুকে তাণ্ডব চালাতে পারে।
যার ফলে গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দফতর কে জানানো হয়। খবর পেয়ে বন দফতরের কর্মীরা ওই এলাকায় গিয়ে রামলাল নামক ওই দাঁতাল হাতিটির গতিবিধির উপর নজরদারি শুরু করেছে।
সেই সঙ্গে বনদফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সন্ধ্যার সময় জঙ্গল এলাকা রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে।
তবে যেভাবে এলাকায় রামরাল দাপিয়ে বেড়াচ্ছে যার ফলে ওই এলাকার বাসিন্দারা আরো ফসলের প্রচুর ক্ষতির আশঙ্কা করছেন।