কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত জোয়ানিয়া পঞ্চায়েত এলাকার টিয়া বালি কুরসি গ্রামে বাবার হাতে ছেলে খুন। সূত্রে খবর ছেলে মদ্যপ অবস্থায় গাড়ি রাখা নিয়ে বচসা শুরু হয় বাবার সাথে।
এরপরই ছেলে বাবার উপর হেসো নিয়ে আক্রমণ করতে গেলে বাবা আত্মরক্ষা করতে উল্টে হেসো চালিয়ে দেয় বুকের উপর, সেখানেই গুরুতর আহত হয় ছেলে, এরপর সেখান থেকে তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
মৃত যুবকের নাম টোটন সরদার, বয়স ৩৭। অভিযুক্ত বাবার নাম ভানু সরদার বয়স আনুমানিক ৬৫ বছর। যদিও ঘটনার পর অভিযুক্ত বাবা ভানু সর্দারকে গ্রেফতার করে কৃষ্ণনগর কোতয়ালী থানার পুলিশ।
সোমবার ধৃতকে তোলা হয় আদালতে, তবে কি কারনে বাবার হাতে ছেলেকে খুন হতে হলো এই নিয়ে আরো তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।