‘শশী থারুর তাঁর সাম্প্রতিক প্রকাশিত বই ‘এ ওয়ান্ডারল্যান্ড অব ওয়ার্ডস’ উন্মোচন করলেন। তিনি যখন অ্যারাউন্ড দ্য ওয়ার্ড ইন ১০১ এসেস’ বই থেকে পাঠ করছিলেন, তখন তার বুদ্ধি এবং প্রজ্ঞা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। ৬৮ বছর বয়সী থারুর কোলকাতা ভিত্তিক অলাভজনক সংস্থা প্রভা খৈতান ফাউন্ডেশনের বই ব়্যাক চালু করেন তাজ সিটি সেন্টারে হোটেলে। সঙ্গে শশী থারুর এও বলেন, ‘প্রভা খেতান ফাউন্ডেশন এমন একটি সংস্থা যার সঙ্গে আমি বহু বছর ধরে জড়িত।’ এরা দেশের বিভিন্ন জায়গায় বই প্রচারে দারুণ কাজ করেছে।
প্রভা খৈতান বুক ব়্যাক সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, বিশ্ব যখন মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট দ্বারা মুগ্ধ, তখন বই পড়ার অভ্যাসকে বাঁচিয়ে রাখার জন্য তিনি প্রভা খৈতান ফাউন্ডেশনের সদস্যদের প্রশংসা করেন।’ পাশাপাশি এও বলেন, ‘বেশ কয়েকজন মহিলা পাঠক এই সংগঠনের সাথে যুক্ত আছেন এবং এটি সত্যিই এই বিশ্বের একটি আকর্ষণ
প্রসঙ্গত, তিরুঅনন্তপুরম আসন থেকে এবারের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে আরও একবার ভারতীয় সংসদে ফিরেছেন থারুর। তাঁর এই বইটি সম্পর্কে বলতে গিয়ে শশী থারুর জানান, ‘এই বইটি আমার প্রচলিত লেখা থেকে কিছুটা ভিন্ন ধরনের।’ সঙ্গে এও জানাতে ভোলেননি যে এটা কোনো রাজনৈতিক বিষয় নয়।এটার মধ্যে রয়েছে মানুষের আনন্দ আর শব্দের নানা ব্যবহার। আশা করি উপভোগ করবেন। তিনি বলেন, “বইটি বিনোদনযোগ্য এবং প্রক্রিয়াতে যদি এটি শিক্ষিত করতে পারে তবে এর উদ্দেশ্য সিদ্ধ হবে।’
বইটি প্রকাশ করেছে আলেফ বুক কোম্পানি। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পপতি হর্ষবর্ধন নাওটিয়া, মল্লিকা ভার্মা, গৌরী বসু, মনীষা জৈন, অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং ইন্দ্রনীল রায়।