নিম্নচাপের জেরে একটানা ভারী বৃষ্টির ফলে একাধিক বাড়ি ভেঙে পড়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। সব চেয়ে বেশি মাটির বাড়ি ভেঙে পড়েছে ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলে । গত তিনদিন ধরে যেভাবে লাগাতার বৃষ্টি পড়ছে তাতে নাজেহাল জনজীবন। একাধিক জায়গায় নদীর জল বাড়ায় যেমন ভোগান্তিতে নদীর পার্শ্ববর্তী গ্রামের মানুষজন।
তেমনি প্রাকৃতিক দুর্যোগে বেশ কয়েক জায়গায় মাটির কাঁচা বাড়ি ভেঙে পড়ে। ঝাড়্গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলে প্রায় ২০ টির বেশি মাটির বাড়ি ভেঙে পড়ে এই নিম্নচাপের বৃষ্টির জেরে। বহুবাড়ি বাড়িতে জল ঢুকেছে। বহু বাড়ির দেওয়াল ভেঙ্গে পড়ে সমস্যায় পড়েছেন সাধারন মানুষ।
শুধু ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলে নয়, ঝাড়গ্রাম জেলার জামবনি, নয়াগ্রাম, বিনপুর এক, বিনপুর দুই, গোপীবল্লভপুর এক ও দুই, সাঁকরাইল ও ঝাড়গ্রাম ব্লকের বিভিন্ন এলাকায় শতাধিক মাটির বাড়ি ভেঙে পড়েছে।
যার ফলে বহু মানুষ সমস্যায় পড়েছেন। তবে বিভিন্ন এলাকায় বৃষ্টির জমা জল বাড়ির মধ্যে ঢুকে পড়ায় মাটির বাড়ি গুলি ভেঙে পড়ছে বলে বাসিন্দারা জানান। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে যাদের বাড়ি ভেঙে পড়েছে সেই সব পরিবার গুলিকে ত্রিপল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির পর নজরদারি শুরু করা হয়েছে।