অস্ত্র মামলায় জেল খেটে এসে জামিনে মুক্ত হতেই গুলিবিদ্ধ হয়ে খুন হল বীরভূমের মোহাম্মদ বাজার থানার পাথর ব্যবসায়ী সুজয় মণ্ডল। শুক্রবার ভোরে বাড়ির অদূরেই রাস্তার উপরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে মৃত যুবকের এক আত্মীয়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেয়।
মৃত যুবকের বাবা শৈলেন মন্ডল জানিয়েছেন, বৃহস্পতিবার ময়ূড়েশ্বর থানার গদাধরপুর গ্রামে সুজয় তার মাসির বাড়িতে গিয়েছিল। কিন্তু বেরোবার আগে তার বন্ধু সন্দীপ তাকে কোন কাজের জন্য ডেকেছিল। দুজনে একসাথে গদাধরপুড়ে যায়,, সেখানে মাসির বাড়িতে রাতে খেয়ে রাত্রি সাড়ে বারোটা নাগাদ এখান থেকে বের হয়। রাতে আর বাড়ি ফিরিনি সুজয়।
শুক্রবার সকালবেলায় আমরা এই খবর পাই সুজয়ের এক ভাইয়ের মাধ্যম দিয়ে। ঘটনাস্থলে ছুটে এসে দেখি রাস্তার উপর সুজয়ের দেহ পড়ে রয়েছে। বুকের বাঁ দিকে একটি ছোট্ট গর্ত এবং সেখান থেকে রক্ত বেরিয়েছে। মোহাম্মদ বাজার থানার পুলিশ জানিয়েছে সুজয়কে বুকে গুলি করে খুন করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তের পর অনুমান, কোন ব্যবসায়িক শত্রুতা জেরেই সুজয় মণ্ডল কে খুন করা হয়ে থাকতে পারে।
ইতিমধ্যে পুলিশ একজনকে আটক করেছে খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে। এর মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি যুবকের বন্ধু সন্দীপ যার সাথে বৃহস্পতিবার সুজয় বাড়ি থেকে বেরিয়ে ছিল সেই সন্দীপের খোঁজেও তল্লাশি অভিযান করে শুরু করেছে পুলিশ। বেশ কিছুদিন আগে অস্ত্র পাচার মামলায় এই সুজয় মণ্ডল কে মোহাম্মদ বাজার থানার পুলিশ গ্রেফতার করেছিল।
বর্তমানে সে জামিনে মুক্ত রয়েছে। তদন্তকারী এক পুলিশ অফিসারের দাবি, অস্ত্র পাচারকারীদের সাথে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে অশান্তির জেরেও খুন হতে পারে। তবে ময়নাতদন্তে হওয়ার পর বোঝা যাবে মৃত্যুর সঠিক সময় ও পলাতক বন্ধু সন্দীপ গ্রেপ্তার হলেই এই খুনের জট খুলে যাবে বলে পুলিশের ধারণা।