প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
নদীয়ার কল্যানী এইমস এ আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী তিনটি বিষয়ে উদ্ধোধন করলেন। যার মধ্যে রয়েছে কার্ডিওলজি ক্যাথ ল্যাব, হার্ট এন্ড লাং মেশিন ও প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র।
ইতিমধ্যে একাধিক বিভাগ চালু হয়েছে এই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানে। মোট ৪১টি বিভাগ চালু করার পরিকল্পনা ছিল কল্যানী এইমস এ। কার্ডিও বিভাগ চালু হলে বর্তমানে ৩৯টি বিভাগ চালু হবে বর্তমানে।
প্রতিদিন কল্যানী এইমস এ ভিন রাজ্যের পাশাপাশি সুদূর বাংলাদেশ থেকেও রোগীরা চিকিৎসা করাতে আসেন এখানে, তবে আগামীতে এইমস এর সমস্ত বিভাগ চালু হয়েগেলে পচিমবঙ্গর পাশাপাশি উপকৃত হবে পাশের রাজ্য গুলিও, তবে আজকের দিল্লি থেকে এই ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ছিলেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।
আর কল্যাণী এইমসে ছিলেন, রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, বিজেপির একাধিক বিধায়ক, রাজ্যসভার সাংসদ ও বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য।
বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, বঙ্কিম ঘোষ, অসীম সরকার সহ বিশিষ্ট জন ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।