ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • TMC against Amit Shah : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ, নির্বাচন কমিশনে চিঠি তৃণমূলের

TMC against Amit Shah : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ, নির্বাচন কমিশনে চিঠি তৃণমূলের

শোভন গায়েন। কলকাতা সারাদিন। কয়েকদিন আগে তৃণমূলের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এবার বিজেপির বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেই নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে কমিশনে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ যেহেতু ১৫....

TMC against Amit Shah : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ, নির্বাচন কমিশনে চিঠি তৃণমূলের

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • TMC against Amit Shah : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ, নির্বাচন কমিশনে চিঠি তৃণমূলের

শোভন গায়েন। কলকাতা সারাদিন। কয়েকদিন আগে তৃণমূলের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এবার বিজেপির বিরুদ্ধে কমিশনের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

কয়েকদিন আগে তৃণমূলের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এবার বিজেপির বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেই নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে কমিশনে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ যেহেতু ১৫ অক্টোবর থেকে নির্বাচনী বিধি চালু হয়ে গিয়েছে। এরইমধ্যে গত রবিবার অমিত শাহ কলকাতায় এসে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। অমিত শাহের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের এই অভিযোগ তুলেই মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

ইন্টিগ্রেটেড চেক পয়েন্ট, প্যাসেঞ্জার টার্মিনাল ও পেট্রাপোলে মৈত্রী দ্বার উদ্বোধন করেছিলেন অমিত শাহ। তৃণমূল বলছে, গত ১৫ অক্টোবর ৬ জায়গার নির্বাচন ঘোষণা হওয়ার পরই নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ বাংলায় এসে এমন দুই জেলায় সরকারি কর্মসূচি করেছেন যে দুই জেলাতেই ভোট হবে।

এটা তিনি কীভাবে করতে পারলেন সেই প্রশ্ন তুলে তৃণমূল নেতা সুব্রত বক্সি চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনে।
শাহের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে তৃণমূলের। দাবি করা হয়েছে, এই সময়ে কোনও মন্ত্রী সরকারি সফরই করতে পারেন না। আর অমিত শাহ এই সফরে এসে একদিকে যেমন সরকারি গাড়ি, বিমান ব্যবহার করেছেন, অন্যদিকে সরকারি পরিকাঠামোর উদ্বোধনও করেছেন।

শুধু তাই নয়, এই মঞ্চ থেকে তাঁকে রাজনৈতিক বক্তৃতা দিতেও দেখা গেছে। তাই এই কর্মসূচির সঙ্গে রাজনৈতিক কর্মসূচির কোনও তফাৎ থাকছে না বলেই দাবি তৃণমূলের। এ ব্যাপারে অমিত শাহকে শো-কজ করার আর্জিও জানিয়েছে দল।

উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই এর আগে আবাস যোজনার সমীক্ষা নিয়ে কমিশনে যায় বিজেপি। প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে । ১৩ নভেম্বর রাজ্যে উপনির্বাচন । প্রার্থী তালিকাও প্রকাশ হতে শুরু করেছে । এরই মাঝে বিজেপির পক্ষ থেকে দাবি ওঠে, উপনির্বাচনের প্রস্তুতি পর্ব চলাকালীন বাংলায় বন্ধ রাখা হোক রাজ্য সরকারের রুরাল হাউজিং স্কিমের কাজ।

বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল, রাজ্যে ছ’টি বিধানসভা কেন্দ্র অর্থাৎ সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালড্যারায় বন্ধ রাখা হোক বাড়ি বাড়ি গিয়ে এই সমীক্ষা ও যাচাইয়ের কাজ। সেই দাবি মেনে নেয় জাতীয় নির্বাচন কমিশন। বিধানসভা উপনির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের আবাস যোজনার সমীক্ষার কাজ বন্ধ রাখার নির্দেশ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নির্বাচন কমিশন।

আজকের খবর