শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।
ইলেকট্রিক ভেইক্যালে বিপ্লব ভারতীয় সংস্থার! ই সুপার বাইক বানিয়ে চমক। কার্যত অসম্ভবকে সম্ভব করে ফেলেছে Ultraviolette Automotive। দীর্ঘদিন ই-বাইক নিয়ে কাজ করছে সংস্থা। সম্প্রতি ভারতের বাজারে Ultraviolette Automotive ইলেকট্রিক সুপারবাইক Ultraviolette F99 লঞ্চ করল।
বড় মোটর দেওয়া হয়েছে। যা হাই স্পিডের জন্যে সেরা।
কোম্পানির দাবি F99 এর লক্ষ্য ভারতীয় মোটরসাইকেলের জন্য দ্রুততম কোয়ার্টার মাইল এবং সর্বোচ্চ টপ স্পিডের জন্য একটি নতুন রেকর্ড তৈরি করা। এক নজরে দেখে নিন নতুন Ultraviolette F99 এর ফিচার এবং খুঁটিনাটি তথ্যগুলি (India’s First Electric SuperBike)।
প্রথম ইলেকট্রিক সুপারবাইক-
প্রথমবার EICMA 2023 এ Ultraviolette F99 ইলেকট্রিক এই বাইকটি প্রকাশ্যে (India’s First Electric SuperBike) আনা হয়। এই বাইক 120 হর্স পাওয়ার মোটর দেওয়া হয়েছে। বাইকের টপ স্পিড 265 kmph বলে দাবি সংস্থার। শুধু তাই নয়, 100kmph স্পিড তুলতে নয়া এই ই-বাইকের মাত্র তিন সেকেণ্ড লাগবে বলেও দাবি Ultraviolette Automotive-এর। সংস্থার দাবি, আগামী ৯০ দিনের মধ্যে Ultraviolette F99 নতুন রেকর্ড তৈরি করবে। আর তা হল উচ্চ গতির ই-বাইকের খেতাব অর্জন করা এবং দ্বিতীয়টি হল এটি হবে ভারতের প্রথম বৈদ্যুতিক সুপারবাইক।
কার্বন ফাইবারের তৈরি বডি-
Ultraviolette F99 ইলেকট্রিক সুপার বাইকের (India’s First Electric SuperBike) ফ্রন্টে এবং পিছনে 17 ইঞ্চির হুইল দেওয়া হয়েছে। বাইকের হুইলবেস 1400 mm। সিট হাইট 1050 mm। ফলে সব বয়সের মানুষ তা চালাতে পারবে। অন্যদিকে এই ইলেকট্রিক বাইকের বডি কার্বন ফাইবারের তৈরি। ওজন 178 কিলোগ্রাম। Ultraviolette F99 ইলেকট্রিক বাইকের লুক এবং ডিজাইন কোনও অংশে রেসিং বাইকের থেকে কম নয়।
Ultraviolette F99 ইলেকট্রিক বাইকটি প্রি-প্রোডাকশন প্রোটোটাইপ হিসাবে (India’s First Electric SuperBike) সামনে নিয়ে আসা হয়েছে। খুব শীঘ্রই বাণিজ্যিক ভাবে লঞ্চ করা হবে। এই বৈদ্যুতিক বাইকটি ভারতের টু-হুইলার সেক্টরের প্রথম বাইক, যা বিদ্যমান বাইকের চেয়ে দ্বিগুণ শক্তি উৎপাদন করার ক্ষমতা রাখে।
এই বিষয়ে আরও বিস্তারিত জানতে Ultraviolette Automotive- এর ওয়েবসাইট কিংবা যে কোনও ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। লঞ্চের পরেই বুকিং অপশন খুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে (First Electric SuperBike)।