সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
কয়েকদিন আগেই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের সমীক্ষায় দেশের অন্যতম শিল্প বান্ধব রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলা।
শুধুমাত্র ভারতের বিভিন্ন রাজ্য নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই বাংলায় শিল্পী এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ বাড়ছে প্রতিনিয়ত।
এবার হুগলির সিঙ্গুরে নতুন করে বিপুল বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় স্তরে সেরা সংস্থায় হিসেবে স্বীকৃতি পাওয়া হিমাদ্রি কেমিক্যাল।
সিঙ্গুরে আরও ২২০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড। সেই সিঙ্গুর, যেখানে ন্যানোর কারখানা তৈরি শুরু করেও, জমি আন্দোলনের জেরে ছেড়ে গিয়েছে টাটা গোষ্ঠী।
সিঙ্গুরে হিমাদ্রি প্রথম কারখানাটি তৈরি করে অনেক আগেই। সেখানে সাধারণ মানের কার্বন ব্ল্যাক তৈরি হয়। বছরে ১.২ লক্ষ টন। এ ছাড়া রাজ্যে আরও তিনটি কারখানা রয়েছে।
হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেডের সিঙ্গুরের কারখানায় প্রতি বছর ১,৮০,০০০ মিলিয়ন টন কার্বন ব্ল্যাক তৈরি করা হয়। ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যেই বার্ষিক কার্বন ব্ল্যাক তৈরির ক্ষমতা বাড়িয়ে ২,৫০,০০০ মিলিয়ন টন করার লক্ষ্যমাত্রা নিয়েছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড।
সংস্থার তরফে জানানো হয়েছে, সিঙ্গুরে যে কারখানা আছে, সেটাকে আরও বড় করার জন্য ২২০ কোটি টাকা লগ্নি করা হচ্ছে। আপাতত কারখানায় বছরে যে পরিমাণ বিশেষ ধরনের কার্বন ব্ল্যাক তৈরি করা হয়, সেটা দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর সেজন্যই ২২০ কোটি টাকা লগ্নি করা হচ্ছে।
সিঙ্গুরে হিমাদ্রি কেমিক্যাল এর এই নতুন বিনিয়োগের পরে সামগ্রিক বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে প্রায় চার হাজার কোটি টাকা।
হিমাদ্রি স্পেশালিটি কেমিকাল সূত্রে জানা গিয়েছে, আপাতত হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেডের দখলে ভারতের কার্বন ব্ল্যাক বাজারের ১৩ শতাংশ আছে। সেটা ২০২৬ সালে মার্চের মধ্যে বাড়িয়ে ১৮ শতাংশ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অর্থাৎ পাঁচ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করেছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড।
Himadri Speciality Chemical Ltd. (HSCL) is set to invest Rs 220 crore to double its speciality carbon black capacity to 1,30,000 million tonnes per annum (MTPA).
The company is undertaking a brownfield expansion at its Singur facility, targeting an increase in carbon black production capacity to 2,50,000 MTPA, up from the current 1,80,000 MTPA, by the end of the next fiscal year.