ব্রেকিং
  • Home /
  • স্পোর্টস কর্ণার /
  • KKR Retained Players IPL 2025: সেলিব্রেটি প্লেয়ারদের ছেঁটে ফেলল কেকেআর, কারা রইলেন? চূড়ান্ত তালিকা

KKR Retained Players IPL 2025: সেলিব্রেটি প্লেয়ারদের ছেঁটে ফেলল কেকেআর, কারা রইলেন? চূড়ান্ত তালিকা

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। জল্পনাই সত্যি হল। ভারী মাথাদের ধরে না রেখে কেকেআর বেছে নিল নিজেদের প্রিয় আস্থাভাজনদের। ৩১ অক্টোবরের ডেডলাইনের আগেই সামনে চলে এল কেকেআরের রিটেনশন লিস্ট। বিসিসিআইয়ের শেষ তারিখের আগেই চূড়ান্ত নাম ফাইনাল হয়ে গেল। আইপিএল অকশন ২০২৫....

KKR Retained Players IPL 2025: সেলিব্রেটি প্লেয়ারদের ছেঁটে ফেলল কেকেআর, কারা রইলেন? চূড়ান্ত তালিকা

  • Home /
  • স্পোর্টস কর্ণার /
  • KKR Retained Players IPL 2025: সেলিব্রেটি প্লেয়ারদের ছেঁটে ফেলল কেকেআর, কারা রইলেন? চূড়ান্ত তালিকা

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। জল্পনাই সত্যি হল। ভারী মাথাদের ধরে না রেখে কেকেআর বেছে নিল নিজেদের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। 

জল্পনাই সত্যি হল। ভারী মাথাদের ধরে না রেখে কেকেআর বেছে নিল নিজেদের প্রিয় আস্থাভাজনদের। ৩১ অক্টোবরের ডেডলাইনের আগেই সামনে চলে এল কেকেআরের রিটেনশন লিস্ট। বিসিসিআইয়ের শেষ তারিখের আগেই চূড়ান্ত নাম ফাইনাল হয়ে গেল।

আইপিএল অকশন ২০২৫ -র নিয়ম অনুসারে প্রতিটা দল সবচেয়ে বেশি ৬ জন ক্রিকেটার ধরে রাখতে পারে।

যার মধ্যে ৫ জন ক্যাপড এবং ২ জন আনক্যাপড ক্রিকেটার থাকতে পারে। আনক্যাপড মেম্বারদের দামও ফিক্সড রয়েছে। যা হল ৪ কোটি টাকা।

ক্যাপড প্লেয়ারদের ধরে রাখতে গেলে ১৮ কোটি টাকা সর্বোচ্চ দেওয়া যেত। মোট খরচ কিন্তু কোনওভাবেই ৭৫ কোটি টাকার বেশি হতে পারবে না। এদিকে দল কেনার পুরো বাজেট ১২০ কোটি টাকা।

ESPN Cricinfo -র খবর অনুসারে আইপিএল ২০২৫ -র জন্য কেকেআরের ফাইনাল রিটেনশন লিস্টে রয়েছেন পাঁচজন প্লেয়ার তার মধ্যে তিন জন ক্যাপড এবং দুজন আনক্যাপড।

সুনীল নারিন (Sunil Narine)- কেকেআরের সবচেয়ে ভরসা যোগ্য অস্ত্র সুনীল নারিনকে ধরে রাখছে। শাহরুখ খানেরও খুব পছন্দের কেকেআরের এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। সুনীল নারিন বল হাতে গত মরশুমে ১৭ উইকেট নিয়েছিলেন আর রান করেছিলেন ৪৮৮।

রিঙ্কু সিং (Rinku Singh) চালিয়ে খেলায় সিদ্ধহস্ত, লোয়ার অর্ডারে নেমে বিপক্ষের বোলিংয়ের সুতো খুলে দেওয়ার ক্ষমতা রাখেন এই ভারতীয় তারকা। তাঁকে ধরে রাখছে কেকেআর।

বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) কেকেআরের জার্সিতে গত মরশুমের সবচেয়ে পারফরমিং বোলার বরুণ। তাঁর ঝোলায় ছিল ২১ উইকেট।

হর্ষিত রানা (Harshit Rana) ১ নভেম্বর যদি ভারত বনাম নিউজল্যান্ড টেস্টে প্রথম এগারোয় জায়গায় পান তাহলেই হয়ে যেতেন ক্যাপড প্লেয়ার। তার আগেই তাঁকে আনক্যাপড প্লেয়ার হিসেবে ৪ কোটিতে সিল করে নিল কেকেআর। হর্ষিত গত মরশুমে কেকেআর জার্সিতে পেয়েছিল ১৯ উইকেট।

রমনদীপ সিং (Ramandeep Singh) ইনিও টিমের আনক্যাপড প্লেয়ার। প্রতিভাবান প্লেয়ার হিসেবে কেকেআর তাঁকে দলের দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে দেখছে।

শুধু তাই নয় দলকে চ্যাম্পিয়ন করানো নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও ধরে রাখবে না কেকেআর। সূত্রের যা খবর তাতে মুম্বই ব্যাটারের সঙ্গে নাইট ম্যানেজমেন্টের বৈঠক জট কাটাতে পারেনি, ফলে সামনের মরশুমে সম্ভবত নতুন অধিনায়ক নিয়েই দল সাজাবে কেকেআর।

এছাড়াও কেকেআর রাখবে না মিচেল স্টার্ককেও , গত আইপিএল নিলামে ২৪.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছিল নাইটরা। আসলে টিম ম্যানেজমেন্ট মাথা ভারি অর্থাৎ যে ক্রিকেটারদের টাকা সবচেয়ে বেশি তাদের কাউকেই রাখতে আগ্রহী নয়।

শ্রেয়স আইয়ার কেকেআর থেকে পেতেন ১২.৫ কোটি টাকা, আন্দ্রে রাসেল পেতেন ১২ কোটি টাকা, ভেঙ্কটেশ আইয়ার পেতেন ৮ কোটি টাকা তাই চতুর্থ সবচেয়ে বেশি টাকা পাওয়া ক্রিকেটারকেও তারা রিটেন করবে না।

আজকের খবর