ব্রেকিং
  • Home /
  • ক্রাইম /
  • Kanthi Ganja : সরকারি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২০০ কেজি গাঁজা উদ্ধার করে ১১ পাচারকারিকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল কাঁথি পুলিশ

Kanthi Ganja : সরকারি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২০০ কেজি গাঁজা উদ্ধার করে ১১ পাচারকারিকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল কাঁথি পুলিশ

সরকারি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২০০ কেজি গাঁজা উদ্ধার করে ১১ পাচারকারিকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল কাঁথি মহকুমা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে কাঁথি ও এগরা শহরের উপর দিয়ে প্রচুর গাঁজা পাচার হচ্ছে এই খবর পুলিশের কাছে ছিল।শুধু তাই....

Kanthi Ganja : সরকারি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২০০ কেজি গাঁজা উদ্ধার করে ১১ পাচারকারিকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল কাঁথি পুলিশ

  • Home /
  • ক্রাইম /
  • Kanthi Ganja : সরকারি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২০০ কেজি গাঁজা উদ্ধার করে ১১ পাচারকারিকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল কাঁথি পুলিশ

সরকারি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২০০ কেজি গাঁজা উদ্ধার করে ১১ পাচারকারিকে গ্রেফতার করে বড়সড় সাফল্য....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সরকারি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২০০ কেজি গাঁজা উদ্ধার করে ১১ পাচারকারিকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল কাঁথি মহকুমা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে কাঁথি ও এগরা শহরের উপর দিয়ে প্রচুর গাঁজা পাচার হচ্ছে এই খবর পুলিশের কাছে ছিল।শুধু তাই নয় কয়েকবার গাঁজা উদ্ধার করে এবং পাচারকারীকে গ্রেফতার করে সাফল্য পেয়েছিল জেলা পুলিশ। কয়েকবার পুলিশের জালে ধরা পড়ার পর পাচারকারীরা তাদের পাচার পদ্ধতি পরিবর্তন করে সরকারি বাসকে হাতিয়ার করেছে।

শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কাঁথি মহকুমা পুলিশ অফিসার দিবাকর দাস কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দান এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওৎ পেতেছিল কাঁথি শহরের খড়গপুর বাইপাসে। দীঘা দুর্গাপুর সরকারি বাস দুর্গাপুর যাওয়ার সময় বাসটিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তাতেই মিলল বড়সড় সাফল্য। তিন মহিলা সহ ১১ জনকে গ্রেপ্তার করে তাদের তল্লাশি করে প্রায় ২০০ কেজরও বেশি গাঁজা উদ্ধার করে। পুলিশ দেখছে এই কাজের সঙ্গে ওই সরকারি বাসের চাল এবং কন্ডাক্টর যুক্ত আছে কিনা।

এই গাঁজা কোথা থেকে আসছিল এবং কোথায় যাচ্ছিল তার সন্ধান শুরু করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ আধিকারিক দিবাকর দাস জানিয়েছেন গোপন সূত্রে খবর পেয়েই সরকারি বাসে তল্লাশি চালিয়ে সাফল্য মিলেছে। সন্ধান করে দেখা হচ্ছে এর পেছনে কারা যুক্ত আছে এবং এই গাঁজা কোথা থেকে আসছিল এবং কোথায় যাচ্ছিল তার সন্ধান করা হচ্ছে।

ধৃতরা হলো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদরের রাজবাড়ি এলাকার বাসিন্দা আশা রাউৎ,ছোট্টু ঘোষ, রাজবাড়ীর বাদশাহী রোড মাঠ পাড়ার বাসিন্দা মিনা শেখ, রাজবাড়ি এলাকার তিনকনিয়া বাস স্ট্যান্ড এর বাসিন্দা রানু দাস, রাজবাড়ীর রাজপাতাপুর অফিস কলোনি এর বাসিন্দা শেখ রুস্তম, রাজবাড়ীর কেষ্টপুর বাগানবাড়ি এলাকার বাসিন্দা অমিত কেশ,রাজবাড়ীর রাজপাতাপুর অফিস কলোনির বাসিন্দা রাম পাশওয়ান, বর্ধমান সদরের ধর্মাপুর এর বাদশাহী রোডের বাসিন্দা দীপক তেওয়ারী, মুর্শিদাবাদ জেলার রামদেবপুর রঘুনাথগঞ্জ এলাকার বাসিন্দা রাজা শেখ, বীরভূম জেলার মুরারই ভাদিসার এলাকার বাসিন্দা সুমন মাল দের রবিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।

বিচারক তাদের জামিনের আবেদন নাকচ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অসমর্থিত সূত্রের খবর উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ থেকে এই গাঁজা গুলি আসে বলে জানা গেছে।একাধিকবার প্রাইভেট গাড়ি পুলিশের জালে ধরা পড়েছে। তারপর বেসরকারি বাসে প্রচার করতে গিয়েও ধরা পড়েছে। এবার তাদের যাত্রাপথ পরিবর্তন করে সরকারি বাসকে হাতিয়ার করে পাচার করার চেষ্টা চলছিল। সেই চেষ্টাও পুলিশ ব্যর্থ করে বড়সড় সাফল্য পেয়েছে।

আজকের খবর