বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতনের মুক্তনীড় মুক্ত অবাসের শিশুদের নতুন পোশাক প্রদান করে কচিকাঁচাদের মুখে হাসি ফোটানোর প্রয়াস করলেন কাঁথি লিও ক্লাব।
উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সংস্হার ভাইস প্রেসিডেন্ট সপ্তক দাস, সদস্য ঋষিতা জানা, অনিক গিরি, অরিত্র দে, বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতন পরিচালিত মুক্তনীড়ের কো-অর্ডিনেটর সৌরভ ত্রিপাঠি উপস্থিত ছিলেন ও অন্যান্য কর্মীবৃন্দ।
লিও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সপ্তক দাস জানান প্রত্যেক বছর এই সময় এই ধরনের কর্মসূচী ওনারা করে থাকেন,সমাজসেবা ওনাদের নেশা উনি বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতনে এই ধরনের কর্মসূচী করতে পেরে গর্বিত বলে জানান তৎসহ এ ও প্রতিশ্রতি দেন আগামী দিনে ও মুক্তনীড়ের পাশে থাকবেন।
Rajdoot Byamagar : রাজদূত ব্যায়ামাগারের ৫৮তম বর্ষের খুঁটি পুজা
মুক্তনীড়ের কোঅর্ডিনেটর সৌরভ ত্রিপাঠি কাঁথি লিও ক্লাবের এই মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান পরিচালন কমিটির সদস্য চন্দন কর্মকার।